ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় দুর্বৃত্তদের ধাওয়া করে এবং ফাঁকা গুলি ছুড়ে পাচারের শিকার এক কিশোরীকে উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় তিন বাংলাদেশি মানবপাচারকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মহেশপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী কুমিল্লাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বিকাল ৫টার দিকে ৭-৮ জনের একটি পাচারকারী দল আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি টহল দল তাদের ধাওয়া করলে কিছু পাচারকারী ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ সময় মানবপাচারের শিকার কিশোরী শিউলী খাতুনসহ চারজনকে আটক করে বিজিবি। উদ্ধার হওয়া শিউলী খাতুন জানান, তাকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে এবং টিকটক ভিডিও শুটের নামে ভারতের কলকাতায় নিয়ে যাওয়া হয়। পরে তিনি জানতে পারেন, সেখান থেকে তাদের...
ঝিনাইদহ সীমান্তে পাচার হওয়া কিশোরী উদ্ধার, আটক মানবপাচারকারী
অনলাইন ডেস্ক
চিনিকলের গাড়ির ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ির ধাক্কায় এক নারীসহ ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। তারা হলেন- মৌসুমি আক্তার (২৬) নামে এক গৃহবধূ ও ফিরোজ হোসেন (২২)। নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ একই গ্রামের হাসেম আলীর ছেলে। জানা গেছে, চাপরাইল বাজার থেকে ইজিবাইকে করে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন তারা। এসময় পথে মোবারকগঞ্জ চিনিকলের কাছাকাছি মল্লিক নগর এলাকায় মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ি যাত্রীবাহী ইজিবাইটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৌসুমি আক্তার নিহত হয় । সেসময় গুরুতর আহত অবস্থায় ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই পথিমধ্যে দুর্ঘটনায় তিনি মারা যান। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত...
সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বারী সেখ (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বহুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহিন মিয়া জানান, নিহত বারী সেখ বহুলী গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে। কিছুদিন আগে একই গ্রামের নুরনবী তার কয়েকটি জমি জোরপূর্বক দখল করে নেয়, যা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন বারী সেখ বাড়ি থেকে বহুলী বাজারে যাওয়ার পথে নুরনবী ও তার সহযোগীরা বারী সেখের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানো ও লাঠিসোটা দিয়ে পেটানোর ফলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।...
যমুনা রেল সেতুর উদ্বোধন কবে জানালেন সচিব
টাঙ্গাইল প্রতিনিধি
আগামী জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে যমুনা রেল সেতু। এমনটাই জানিয়েছেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশনের ভবণ ও প্লাটফর্ম পরিদর্শনকালে এ কথা জানান তিনি। সচিব বলেন, যমুনা বহুমুখী সেতু দিয়ে ট্রেন কম গতিতে চলাচল করলেও রেল সেতু দিয়ে ট্রেন তার পূর্ণ গতিতে যেতে পারবে। তিনি জানান, প্রকল্পের কাজ প্রায় শেষ। এখন ফিনিশিং এর কাজ চলমান রয়েছে। টাঙ্গাইল গাজীপুর রেললাইনটি ডাবল লেন করার বিষয়ে সচিব বলেন, রেল সেতুটি যেমন জাইকার সহায়তায় বাস্তবায়ন হয়েছে। ঠিক তেমনি আরও বেশ কিছু প্রকল্প জাইকার সহায়তায় করা হবে। সেই প্রকল্প গুলোর আওতায় জনগণের সুবিধার জন্য টাঙ্গাইল গাজীপুর রেল সড়কটি ডাবল লেনেরও করা হবে। রেলপ্রকল্পের মান দেখে সন্তোষ প্রকাশ করে সচিব বলেন, প্রয়োজনে এই সড়কে নতুন ট্রেন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর