বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে চোখ হারানো পিরোজপুরের এক যুবককে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করেছে। ১৭ বছর বয়সী আহত ওই যুবক মো. ফরিদ শেখ পিরোজপুর সদরের টোনা গ্রামের ইলিয়াছ শেখ ও সালমা বেগমের পালিত ছেলে। রোববার রাতে টোনা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সালমা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও ৩/৪ জনকে অজ্ঞাত আস্বামী করে পিরোজপুর সদর থানায় এজাহার দিয়েছে। আসামিরা হলো- পিরোজপুর সদরের রাজারকাঠী গ্রামের নাছির কাজীর ছেলে রাকিব কাজী, শহীদ হাওলাদারের ছেলে রুপম হাওলাদার, মোতাহার কাজীর ছেলে নাজির কাজী, ছিদ্দিক সিকদারের ছেলে শাকিল সিকদার ও শাকিল সিকদারের ছেলে সিয়াম সিকদার। এজাহারে অভিযোগ করা হয়, মামলার ১ নম্বর আসামি রাকিব কাজীর সাথে আহত ফরিদ শেখের সাথে গত রোজায় টোনা গ্রামের মসজিদে বসে কথা কাটাকাটি হলে উপস্থিত মুসল্লীরা মিমাংসা করে...
জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারানো যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা
পিরোজপুর প্রতিনিধি

বৃদ্ধ ভাই-বোনের মৃত্যু বোঝা গেল দুর্গন্ধে, স্তব্ধ প্রতিবেশীরা
নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকেবৃদ্ধ দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর ৪টার দিকে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায়স্তব্দ প্রতিবেশীরা। নিহতরা হলেন, উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে নুর মোহাম্মদ (৫৫) ও মেয়ে রেজিয়া বেগম (৫৮)। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই বাড়িতে দুই ভাই-বোন বসবাস করতেন। রাতে বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বাড়ি ভিতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। কয়েকদিন আগে তাদের মৃত্যু হওযায় দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে ধারনা করছেন স্থানীয়রা। পোরশা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলা ১১টার দিকে মরদেহ দুটির ময়না তদন্তের জন্য নওগাঁ...
ভোলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক

ভোলা সদর উপজেলায় পৃথক দুই ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভেলুমিয়া ও চরসামাইয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কামালের মেয়ে তামান্না (১৩), একই ওয়ার্ডের মো. মহিউদ্দিনের ছেলে তানজিল (৮) ও সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফরাজিকান্দি গ্রামের বাসিন্দা মো. রুবেল চৌধুরীর ছেলে মো. জিসান (৬)। নিহত তামান্না ও তানজিলের স্বজনরা জানান, মাছ চাষ করার জন্য বাড়ির পাশের পুকুরে খাল থেকে পানি প্রবেশ করাচ্ছিল স্থানীয়রা। এ সময় তানজিল সেখানে খেলতে গিয়ে স্রোতের মুখে ডুবে যায়। তাকে বাঁচাতে তামান্না ঝাঁপ দিলে সেও ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, মৃত...
তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
অনলাইন ডেস্ক

ঈদ উপলক্ষে টানা ১২ দিন বন্ধের পর আজ সোমবার (৭ এপ্রিল) থেকে সিলেটের তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, জেলা আমদানিকারক গ্রুপের পক্ষ থেকে ২৬ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়া হয়। মোস্তাফিজুর রহমান আরও জানান, গতকাল রোববার থেকে দেশের সকল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে জেলা আমদানিকারক গ্রুপের সিদ্ধান্তে তামাবিল স্থলবন্দর আজ সোমবার থকে চালু হয়েছে। News24d.tv/কেআই
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর