জুলাই মাসে রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টার মামলার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। মামলায় আসামি থাকা কয়েকজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের নাম বাদ দেওয়ার শর্তে লাখ লাখ টাকা দাবি করা হয়েছে। মামলাটিতে আইন ও সালিস কেন্দ্রের চেয়ারপারসন ও সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নাসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বকে আসামি করা হয়। সমালোচনার মুখে বাদী তাঁর নাম প্রত্যাহার করলেও পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। খিলগাঁও থানার দায়ের করা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনসহ ৩৬ জন পুলিশ কর্মকর্তা আসামি। এদের মধ্যে কয়েকজন গণমাধ্যমকে জানান, মামলা থেকে নাম কাটাতে তাঁদের কাছে লাখ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে। শুধু এ ঘটনাই নয়, রাজধানীর আদাবর থানায় মামলা বাণিজ্য ও আসামিদের হয়রানির কারণে শাহিন...
মামলা বাণিজ্যের ফাঁদে পুলিশ কর্মকর্তারাও
সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে শিথিলতা
নিজস্ব প্রতিবেদক
ভয়াবহ আগুন লাগার ঘটনার পর আজ সোমবার থেকে সাংবাদিকদের জন্য সচিবালয়ে প্রবেশ শিথিল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অস্হায়ী পাস দিয়ে সচিবালয়ে ঢুকতে পারছেন কর্মরত সাংবাদিকরা। এদিকে, আজও সচিবালয়ের ভেতরে কর্মকর্তা কর্মচারীদের গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। শুধুমাত্র উপদেষ্টা আর সচিবরা ভেতরে গাড়ি নিয়ে যেতে পারছেন। বাকি অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব থেকে শুরু করে সবাই গেইটের বাইরে গাড়ি রেখে ঢুকছেন। সচিবালয়ের ১ নম্বর ডিজিটাল গেইট দিয়ে হেঁটে ভেতরে যাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। এই গেইটসহ সচিবালয়ের সব গেইটে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া আজকেও বাইরের অতিথিদের সচিবালয়ে ঢোকার সিদ্ধান্ত হয়নি। news24bd.tv/TR
সচিবালয়ে আগুন: আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি
নিজস্ব প্রতিবেদক
সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন আজ সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে। গতকাল রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান তাদেরকে জানিয়েছেন যে, প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন। তদন্তকাজ চলমান। তদন্তকাজের অংশ হিসেবে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষানিরীক্ষা করা হয়েছে। তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে...
কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর, জনমনে উদ্বেগ
জুলাই অভ্যুত্থানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রদান করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ ১৫৮ জন সমন্বয়ক শপথ গ্রহণ করবেন। এই অনুষ্ঠানে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কথা বলেন। এর আগে গত শনিবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। ওই স্ট্যাটাসগুলোয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকে লেখেনথার্টি ফার্স্ট ডিসেম্বর, নাও অর নেভার। আবার কেউ কেউ লেখেনপ্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন। তখন থেকে সবার মধ্যে প্রশ্ন দেখা দেয়, ৩১ ডিসেম্বর আসলে কী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর