আগামী ১ মে (বৃহস্পতিবার) আন্তর্জাতিক শ্রমিক দিবসের সরকারি ছুটি। এর সঙ্গে যোগ হচ্ছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। এতে একই সঙ্গে তিনদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। এছাড়া একইমাসে আরও একবার তিনদিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী ১১ মে (রোববার) বুদ্ধ পূর্ণিমার ছুটি। এর আগে দু-দিন সাপ্তাহিক ছুটি আছে তাদের। অর্থাৎ একই মাসে দুবার তিনদিন করে ছুটি পাচ্ছেন তারা। এর আগে গত পবিত্র ঈদুল ফিতরে লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। ঈদ উপলক্ষে আগেই পাঁচদিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে নির্বাহী আদেশে আরও একদিন ৩ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়ার নিয়ম নেই। নিলে তা টানা ছুটি হয়ে...
দুদফা লম্বা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
অনলাইন ডেস্ক

আড়িয়াল বিলে ধান কাটলেন দুই উপদেষ্টা
মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে আড়িয়াল বিলের ধান কেটে কার্যক্রম উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান চৌধুরী। শনিবার বিকালে মুন্সিগঞ্জের শ্রীনগরের শ্রীধরপুর এলাকায় আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধন করেন তারা। পরে উপস্থিত কৃষক ও স্থানীয়দের পাশে বসে তাদের কথা শোনেন দুই উপদেষ্টা। এসময় স্থানীয় দাবির মুখে বিলের আশপাশের খাল খনন, মাটি কাটা রোধে আলমপুর খালের মুখে চেক পোস্ট বসানো, চলতি বছরের মধ্যে আড়িয়াল বিলের পাশে ৫ টন ক্ষমতার দুইটি কোল্ডস্টোরেজ নির্মাণের ঘোষণা দেন কৃষি উপদেষ্টা। শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আড়িয়াল বিলের বৈচিত্র্য যেন কোন অবস্থাতেই নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আড়িয়াল বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ...
‘পদত্যাগের বিষয় চূড়ান্ত নয়, ছাত্রদের নতুন দলে যোগ দেওয়ার বাধ্যবাধকতা নেই’
নিজস্ব প্রতিবেদক

উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কি না, তা এখনো চূড়ান্ত করেননি বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে নিজের সুবিধামতো সময়ে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হবেন এমন ইঙ্গিত দিয়েছেন। এ ক্ষেত্রে সম্প্রতি আলোচনায় থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তেই যে যোগ দেবেন, এমনটি নির্ধারিত নয় বলেও স্পষ্ট করেন তিনি। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তার ভেরিফায়েড ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেন উপদেষ্টা। সম্পদের হিসাব না দেওয়ার বিষয়ে প্রশ্ন উঠলে আসিফ মাহমুদ জানান, ছাত্র থাকাকালীন সময় আয়কর দাখিল বা টিন না থাকায় তিনি এখনো সম্পদের বিবরণ জমা দিতে পারেননি। তবে...
দীর্ঘ লাইনের দিন শেষ, যেভাবে ঘরে বসে করবেন পাসপোর্ট
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে বাংলাদেশি পাসপোর্ট ইস্যুতে একের পর এক হয়রানির শিকার হচ্ছিলেন গ্রাহকরা। এবার পাসপোর্টে হয়রানি হ্রাসে ভেন্ডর বা এজেন্সি নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে। নতুন পাসপোর্টের জন্য আবেদন, দেশে ও বিদেশে পাসপোর্ট রিইস্যুর আবেদন, ভিসা আবেদনসহ পাসপোর্ট ও ভিসাকেন্দ্রিক যত আবেদন আছে তা সঠিক ও সুন্দরভাবে পূরণ করার জন্য এজেন্সি বা ভেন্ডর নিয়োগ দেওয়া হচ্ছে। তারা গ্রাহকের কাছ থেকে নির্দিষ্ট ফি নিয়ে এসব আবেদন পূরণ করবেন। সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের আশপাশে অফিস স্থাপন করে এসব আবেদন করতে গ্রাহককে সহযোগিতা করবেন। এতে দীর্ঘ লাইন ধরে পাসপোর্ট তৈরির যে ভোগান্তি; তা লাঘব হবে বলে দাবি সংশ্লিষ্টদের। আরও পড়ুন দুদফা লম্বা ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ২৬ এপ্রিল, ২০২৫ নিয়োগকৃত এজেন্সি বা ভেন্ডর যদি গ্রাহকের সঙ্গে প্রতারণা বা আবেদনে বেশি অর্থ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর