রাজধানীর শেরেবাংলা নগরে এক নারীর মোবাইল ছিনতাই করে পালাচ্ছিল মো. শাওন (২৪)। এ সময় দৌড়ে ছিনতাইকারীকে ধরে আটক করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান। আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশে সোমবার (২৩ ডিসেম্বর) এ ঘটনা ঘটে বলে জানান তিনি। তিনি জানান, সকালে আমি গাড়িতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে দিয়ে যাচ্ছিলাম। এ সময় দেখি একজন নারী রিকশাযাত্রীর মোবাইল নিয়ে দৌড়ে পালাচ্ছে এক ছিনতাইকারী। এটি দেখে আমি এবং আমার ড্রাইভার গাড়ি থেকে নেমে দৌড়ে ওই ছিনতাইকারীকে ধরি এবং তার কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হই। আরও পড়ুন দেশে রিজার্ভ কত আছে, জানালো কেন্দ্রীয় ব্যাংক ২৩ ডিসেম্বর, ২০২৪ তিনি আরও জানান, উদ্ধার মোবাইলটি ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আটক ছিনতাইকারীকে শেরেবাংলা নগর থানায়...
নারীর মোবাইল নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারী, দৌড়ে ধরলেন ডিসি
অনলাইন ডেস্ক
২৪ ঘণ্টায় ১০৯ ছিনতাইকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করে ১০৯ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৮ জন, মতিঝিল বিভাগ থেকে ১৪ জন, লালবাগ বিভাগ থেকে ২৬ জন, ওয়ারী বিভাগ থেকে ১০ জন, তেজগাঁও বিভাগ থেকে ১৯ জন, মিরপুর বিভাগ থেকে ৪ জন, উত্তরা বিভাগ থেকে ৮ জন এবং গুলশান বিভাগ থেকে ৪ জন ছিনতাইকারী রয়েছে। ডিএমপির এই অভিযানটি রাজধানীতে ছিনতাইয়ের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। ডিএমপি আরও জানায়, নগরীর বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে, যাতে জনগণের মধ্যে নিরাপত্তার বোধ তৈরি হয়।...
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক
প্রতিদিন আমরা নানা প্রয়োজনে বিভিন্ন মার্কেটে যাই। কিন্তু গিয়ে যদি দেখা যায়, মার্কেটটি বন্ধ তবে কার না মেজাজ খারাপ হয়। আসুন জেনে নেই সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীতে বন্ধ থাকছে কোন কোন এলাকার মার্কেট ও দোকানগুলো। যেসব এলাকার দোকানপাট বন্ধ: আগারগাঁও, তালতলা, শেরেবাংলানগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ,...
বাড্ডায় ছিনতাইকালে গ্রেপ্তার ৩
অনলাইন ডেস্ক
রাজধানীর বাড্ডা থানার আফতাব নগর এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- শাওন আলী (১৮), হৃদয় বাবু (১৯) ও রাকিবুল হাসান (১৪)। তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) রাতে ১১টা ১০ মিনিটের দিকে আফতাবনগরের এফ ব্লক পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বাড্ডা থানা সূত্রে জানা যায়, ওই রাতে আফতাবনগরের ই-ব্লক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করার সময় পাসপোর্ট অফিসের সামনে ছিনতাইয়ের চেষ্টা চালাচ্ছিলো শাওন, হৃদয় ও রাকিবুল। পুলিশ তাদের আটক করে এবং তাদের দেহ তল্লাশি করে দুইটি ধারালো চাকু উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল। তারা পরস্পর যোগসাজশে বাড্ডা থানা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত