বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি করেছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ দাবি করেছেন। সম্প্রতি চীন সফরে গিয়ে ড. মুহাম্মদ ইউনূসের একটি মন্তব্যের পর এমন দাবি তুললো ভারত। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এনডিটিভি জানায়, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত বলে বর্ণনা করার এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করার কয়েকদিন পর বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার প্রতিবাদ জানিয়েছেন। জয়শঙ্কর বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপরেশন (বিমসটেক) -এ ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরেন এবং ভারতের ৬ হাজার ৫০০ কিলোমিটার উপকূলরেখা এবং পাঁচটি বিমসটেক...
বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি ভারতের
অনলাইন ডেস্ক

ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক

বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টা প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সুবর্ণ ভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংযুক্ত মন্ত্রী জিরাপরন সিন্দোপারী। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, অধ্যাপক ইউনূস ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ঢাকার স্থানীয় সময় ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।...
দুর্নীতির অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন টিউলিপ

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বাংলাদেশে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এটা নিয়ে দুদেশেই আলোড়ন সৃষ্টি হয়েছে। এ বিষয়ে এবার মুখ খুললেন টিউলিপ সিদ্দিক। তার আইনজীবীরা অভিযোগের বিষয়ে উত্তর দিতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। এছাড়া দুর্নীতির অভিযোগের বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ একবারের জন্যও তার সঙ্গে যোগাযোগ করেনি বলেও দাবি করেছেন লন্ডনের এই এমপি। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের সঙ্গে আলাপকালে এসব দাবি করেন বলে বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যমটি। টিউলিপ সিদ্দিক স্কাই নিউজকে বলেছেন, বাংলাদেশে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ সম্পর্কে যেকোনও আনুষ্ঠানিক প্রশ্নের জবাব দিতে তার আইনজীবীরা প্রস্তুত। বাংলাদেশি রাজনৈতিক দল আওয়ামী...
আরও ৬ জনকে গ্রেপ্তার করলো মোহাম্মদপুর থানা
অনলাইন ডেস্ক

মোহাম্মদপুর থানা পুলিশ বুধবার (২ এপ্রিল) দিনব্যাপী অভিযান পরিচালনা করে থানা এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে দ্রুত বিচার আইনে ৫ জন এবং পরোয়ানা মূলে একজনকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মপুর থানা থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়। গ্রেপ্তার ছয়জন হলেন- সাগর তালুকদার (২০), আল আমিন (২৩), সুজন মিয়া (২২), বিপ্লব হোসেন ওরফে সম্রাট (২৭), দিলীপ চন্দ্র দাস (২৭) ও সোহাগ। এদের সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও ওই বার্তায় জানানো হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর