ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে সড়কের অবৈধ দখলদারীদের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। তবে এই উচ্ছেদ অভিযানে হয়নি কোনো জরিমানা। ব্যবসায়ীদের বুঝিয়ে সরানো হচ্ছে অবৈধ জায়গা থেকে। যা একটি ব্যতিক্রম উদ্যোগ বলে মনে করছেন স্থানীয়রা। রোববার বিকেলে শিবগঞ্জ বাজার এলাকায় এমনি চিত্র চোখে পড়ে। সারেজমিনে দেখা যায়,সদর উপজেলা নির্বাহী অফিসার গাড়ি থেকে নেমে সড়কের ওপরে অবৈধভাবে ব্যবসা করা বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। এসময় তিনি ব্যবসায়ীদের এসব অপরাধে জরিমানা বিষয়ে অবগত করেন। সেই সাথে দ্রুত সময়ে সড়কের ওপর অবৈধ দখলদারী ছেড়ে দিতে বলেন। স্থানীয়রা বলছেন, পরপর দুইদিন এভাবেই বাজার এলাকায় এসে উপজেলা নির্বাহী অফিসার ব্যবসায়ীদের বুঝিয়ে বলছেন আইনের বিভিন্ন বিষয়ে। সেই সাথে অবৈধ স্থান থেকে সরেও যেতে বলছেন। কোনো...
ব্যতিক্রমী অভিযানে ইউএনও; বললেন, বন্ধুকের গুলির চেয়ে কথা শক্তিশালী
আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও

খাটের ওপর থেকে পড়ে গেল গামছা, তুলতে গিয়ে সাপের ছোবল
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সাপের কামড়ে রহিম মোল্লা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের পূর্ব-তেঁতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম ওই গ্রামের মৃত সাহেব আলী ছেলে। সে পেশায় একজন কৃষক। জানা যায়, কৃষক রহিম মোল্লা দুপুরে খাওয়ার পর নিজ ঘরের বিছানায় শুয়ে ছিলেন। হঠাৎ তার ব্যবহৃত গামছা খাটের ওপর থেকে মাটিতে পড়ে যায়। এ সময় হাত বাড়িয়ে তিনি গামছাটি তুলতে যায়। এ সময় হঠাৎ করেই তার হাতে সাপটি কামড় দিয়ে পালিয়ে যায়। তবে সাপটি কেউ দেখতে পায়নি। এরপর পরিবার তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ তাকে চিকিৎসা না দিয়ে দ্রুত হাসপাতালে নিতে বলেন। কিন্তু হাসপাতালে নিতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়। সদর হাসপাতালের চিকিৎসক ডা. সোহা ইসরাইল জানান, হাসপাতালের পৌঁছানোর পূর্বেই লোকটির মৃত্যু হয়। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত...
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে জেনারেটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট নোমান ( ২০) এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বিকাল সাড়ে ৩টার দিকে শহরের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত নোমান ঝিনাইদহ হরিণাকুন্ড উপজেলার গাড়ামারা গ্রামের ওমর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাওয়ার পর দোকানের জেনারেটরের বিদ্যুৎ সংযোগ দিতে গেলে সে বিদ্যুস্পৃষ্ট হয়। এরপর তাকে দ্রুত সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের চিকিৎসক ডা. সোহা ইসরাইল জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিদ্যুতায়িত হওয়ার পর রক্ত শূন্যতায় তার মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান। News24d.tv/কেআই
বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করতে গণবিজ্ঞপ্তি
প্রেস বিজ্ঞপ্তি

বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই লক্ষ্যে পৌরসভার ২১টি ওয়ার্ডের সীমানা অক্ষুণ্ন রেখে আজ রোববার (২৭ এপ্রিল) বিকেলে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই গণবিজ্ঞপ্তি জারি করেন। এতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা২০১০-এর বিধি অনুযায়ী বগুড়া পৌর এলাকার অন্তর্ভুক্ত মৌজাগুলো নিয়ে সিটি করপোরেশন গঠনের জন্য প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে কারও মতামত বা আপত্তি থাকলে তা আগামী ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ জানান, মতামত ও আপত্তি নিষ্পত্তির পর ৪৫...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর