যশোর-ঢাকা পদ্মা সেতু রুটে রূপসী বাংলা এক্সপ্রেস চালুর দিনে উৎসব নয় বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শন করেছে যশোরবাসী। মাত্র একটি ট্রেন দিয়ে যশোরবাসীকে সন্তষ্ট করার প্রতিবাদে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে যশোর জংশনে বিক্ষোভ করেন বৃহত্তর যশোর জেলা রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। পরে সন্ধ্যায় রূপসী বাংলা এক্সপ্রেস বেনাপোল থেকে ছেড়ে যশোর জংশনে এসে পৌছালে আন্দোলনকারী কমিটি কালো পতাকা প্রদর্শন করেন। কমিটির নেতৃবৃন্দ বলেন, এই প্রকল্প শুরুর আগে ঢাকার সাথে যোগাযোগের জন্য যশোর, মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর প্রতিদিন ৩টি ট্রেন যমুনা সেতু হয়ে চলাচল করতো। অথচ যশোর-ঢাকা পদ্মাসেতু লিংক প্রজেক্ট শুরু হওয়ার পর খুলনার ট্রেনগুলো যশোরে আসবে না। সিঙ্গিয়া স্টেশনের পর ট্রেনগুলো গতিপথ পরিবর্তন করে ঘুনি রাধানগরের উপর দিয়ে নড়াইল পদ্মাসেতু হয়ে ঢাকায় যাওয়া আসা করবে। এতে...
রূপসী বাংলা এক্সপ্রেস চালুর দিনেই বিক্ষোভ!
যশোর প্রতিনিধি
বিএনপির দুপক্ষের সংঘর্ষ: শ্রমিকদল নেতার মৃত্যু
অনলাইন ডেস্ক
নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত এক শ্রমিকদল নেতা মারা গেছেন। ৭ দিন পর চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম নিশ্চিত করেন। নিহত আলম মিয়া পাঁচদোনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক। পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচদোনা এলাকায় আধিপত্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দখলদারিত্ব গড়ে তুলতে পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া ওরফে লালু মেম্বার এবং বিএনপির সমর্থক মোসাদ্দেক হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এরই জেরে গেলো ১৭ ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষে শ্রমিকদল নেতা আলম মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে বলে মাধবদী থানার...
বিটুমিন চুরির অভিযোগে শ্রমিক দল নেতাসহ আটক ৩
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে ৪০ ব্যারেল বিটুমিন চুরির সাতদিন পর পৌর শ্রমিক দল নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটকের পর সোমবার রাতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ চুরি হাওয়া বিটুমিন ঝিনাইদহ জেলা শহর থেকে উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও যারা জড়িত রয়েছে তাদেরকে আটক করা হবে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর। জানা যায়, গত ১৮ তারিখ রাতে কোটচাঁদপুর-সাবদারপুর সড়কের মঈদুল মিয়ার পরিত্যক্ত ইট ভাটা থেকে ৪০ ব্যারেল বিটুমিন চুরি হয়ে যায়। এরপর ১৯ ডিসেম্বর ঠিকাদার তোতা মিয়া ও অলিয়ার রহমান কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে তদন্তে নামেন কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুরি হওয়া বিটুমিন রাখার স্থান। সে অনুযায়ী সোমবার রাতে ঝিনাইদহে অভিযান...
রাঙামাটির কাপ্তাই-এ দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা নিহত
নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির কাপ্তাইয়ে দুর্বৃত্তের হামলায় যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম ওবায়েদ উল্লাহ (৪৩)। তিনি কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার রাতে রাঙামাটি কাপ্তাই উপজেলার কারিগরপাড়া বাজার থেকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন ওবায়েদ উল্লাহ। রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় পৌছালে তার গাড়িরোধ করে একদল দুর্বৃত্ত। এ সময় তাকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যায় সশস্ত্র দুর্বৃত্তরা। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। রাঙামাটির চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর