গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই-আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল। আর এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনাকে ফেরাতে ভারতকে দেওয়া চিঠি এবং বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সাকি বলেন, সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে এমনটা নয়। আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে। তবে সরকারের প্রতি প্রত্যাশা অনেক। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন হবে। তবে নির্বাচনের আগে অংশীজনদের সাথে আলোচনা...
হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা সরকারের দায়িত্ব: জোনায়েদ সাকি
সিলেট প্রতিনিধি
টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭ টায় উপজেলার বেড়বাড়ী, ৯ টায় সখীপুর থানার গেট সংলগ্ন এলাকায় এবং ১০ টায় উপজেলার কুতুবপুর এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানন, ট্রাক চাপায় নিহত মামুন ভালুকা উপজেলার একটি কোম্পানিতে চাকরি করতো। সে রাতে ডিউটি শেষে ফেরার পথে সখীপুর উপজেলার বেড়বাড়ী এলাকায় পৌঁছালে অজ্ঞাত ট্রাক চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। এদিকে সকাল ৯ টায় সখীপুর থানার সামনে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে জয়েন উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের মো. গনি মিয়ার ছেলে। অন্যদিকে উপজেলার জোড়দিঘী এলাকায় মাছের জন্য যাওয়ার পথে সিএনজি চাপায় আবুবকর (৪৫) নামের এক মাছ...
চাঁদপুরে জাহাজে মিললো ৫ মরদেহ, হাসপাতালে আরও ২ জনের মৃত্যু
অনলাইন প্রতিবেদক
চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা একটি জাহাজে পাঁচজনের মরদেহ এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে ঘটে। এমভি আল-বাখেরা নামের ওই জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান মরদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাজ থেকে তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন, অন্যজন হলেন জুয়েল (২৮), যিনি চিকিৎসাধীন অবস্থায় জীবিত রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনিসুল ইসলাম জানান, তাদের শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে, যা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, জাহাজটির পাঁচটি কক্ষে পাঁচজনের মরদেহ এবং...
কারখানা খুলে দেওয়ার দাবিতে আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুলিশ ও কারখানা শ্রমিকরা জানান, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে রোববার (২২ ডিসেম্বর) সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার মূল ফটোকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে বিকেলে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসবে শর্তে বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের শর্ত সাপেক্ষে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর