রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদ এই টুর্নামেন্টের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. সালেহ হাসান নকীব। উপ উপাচার্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, শিক্ষকবৃন্দসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, ছাত্র অধিকার পরিষদ ২০১৮ সাল থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে আছে,ভবিষ্যতেও থাকবে। ছাত্র রাজনীতির দীর্ঘ দিনের অচলায়তন ভেঙে ছাত্র রাজনীতি হোক ছাত্রদের কল্যাণের জন্য। সন্ত্রাস, চাঁদাবাজি, হল দখলের অপরাজনীতি নিপাত যাক। শিক্ষার্থীরা মুক্তি পাক।...
রাবিতে জুলাই শহীদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
বিএনপি-জামায়াতপন্থী প্যানেল জয়ী
অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিএনপি-জামায়াতপন্থী প্যানেল। এতে অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার (বিএনপি) এবং অ্যাডভোকেট রফিকুল ইসলাম সেলিম (জামায়াত) সমর্থিত প্যানেলের ১৭ জন বিজয়ী হন। আজ বুধবার (২২ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিএনপি-জামায়াতপন্থী একক প্যানেলকে জয়ী ঘোষণা করা হয়। এ বিষয়ে অভিযোগ উঠেছে যে, হুমকি-ধমকি, বাঁধা প্রদান এবং ভয়ভীতি প্রদর্শন করায় আওয়ামীপন্থী আইনজীবীরা নির্বাচনে অংশ নিতে পারেননি। তবে বিজয়ী প্যানেলের সভাপতি এই অভিযোগ অস্বীকার করেছেন। সিরাজগঞ্জ আইনজীবী সমিতির বর্তমান সভাপতি ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কায়ছার আহমেদ লিটন জানান, ৩১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এবং ৩০ জানুয়ারি...
বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনা, শ্যামনগরে ১৪৪ ধারা জারি
অনলাইন ডেস্ক
একই স্থানে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘোষণার জেরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাতক্ষীরা শ্যামনগরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২২ জানুয়ারি) বিকেল চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকায় সভা, সমাবেশ ও মিছিল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এদিকে সন্ধ্যায় বিএনপির দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে উভয় পক্ষ দাবি করেছে। দলীয় সূত্র জানায়, ১৪ বছর পর গত রোববার উপজেলা ও পৌর বিএনপি আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় জেলা বিএনপি। সোলায়মান কবীরকে উপজেলা বিএনপির আহ্বায়ক ও গোলাম আলমগীরকে সদস্যসচিব করা হয়। অন্যদিকে শেখ লিয়াকত আলীকে পৌর বিএনপির আহ্বায়ক ও শামছুজ্জোহাকে সদস্যসচিব করা হয়। কমিটি ঘোষণার পর নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যে গতকাল আগের কমিটি ও ঘোষিত নতুন কমিটি...
দাবি আদায়ে আল্টিমেটাম, ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক
দাবি না মানলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। সংগঠনটি জানায়, মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক এবং নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক ১২ ও ১৩ নম্বর শর্ত ২৭ জানুয়ারির মধ্যে বাতিল না করলে ২৮ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হবে। আজ বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর বটতলী পুরাতন রেলস্টেশনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল বারী, সহসভাপতি খুরশিদ আলম, সাংগঠনিক সম্পাদক মীর এ বি এম শফিকুল আলম প্রমুখ। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, রেলওয়ের রানিং স্টাফগণ ১৬০ বছরের অধিক সময় ধরে পার্ট অব পে হিসেবে পেয়ে আসা রানিং অ্যালাউন্স নিয়ে অর্থ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর