মানুষের ভোটাধিকার এবং নির্বাচন আদায়ে প্রয়োজনে আবারও রাজপথে নামার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, সংস্কারের নামে কুসংস্কার হলে তা ছুড়ে ফেলতে হবে। নির্বাচন আদায়ে প্রয়োজনের আবারও রাস্তায় নামা হবে। আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার পথের সমাপ্তি চেয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন চাই। আমাদের আন্দোলন চলমান। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, হাসিনা পালিয়ে গেছে, তুমি আমি একই আছি যাচ্ছি আমাতে। আমার কাছে তাই মনে হয়, এখনো কোর্ট-কাছারিতে যাচ্ছি, এখানো হাজিরা দিই, সব কিছুই। কিন্তু সেখান থেকে কোনো উত্তর পাই না। আর যাদের কাছে যেটা আশা করছি, তাদের দিকে তাকালে মনে হয়, সেই বহু পুরনো দিনের রোমান্টিক গান এই পথ যদি...
সংস্কারের নামে কুসংস্কার হলে তা ছুড়ে ফেলতে হবে: গয়েশ্বর চন্দ্র
অনলাইন ডেস্ক
এবি পার্টির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, কে কোন পদে?
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ১০২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। এতে সাতজন ভাইস চেয়ারম্যান, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন সম্পাদকীয় পদ ও দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) নবনির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ১৯ জানুয়ারি দলের নির্বাচিত নির্বাহী পরিষদের প্রথম সভায় দলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান এর আগে নির্বাহী পরিষদে তিন জনকে মনোনয়ন দেন। তারা হলেন ব্যারিস্টার নুরুল গাফ্ফার (ইউকে), সিদ্দিকুর রহমান (চট্টগ্রাম) ও অ্যাডভোকেট সানোয়ার হোসেন (জামালপুর)। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। বর্তমান কমিটিতে পূর্বেকার দায়িত্বের বেশ...
সংস্কার হতে হবে একটি নির্বাচিত পার্লামেন্টে: জি এম কাদের
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বর্তমান সরকার নিরপেক্ষ নয়। এই সরকার সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে পারবে বলেও সন্দেহ আছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভূক্তিমূলক ও দেশে-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই দেশের বর্তমান অচলাবস্থা ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে পারে। তিনি বলেন, অনেক আগেই আমরা সংবিধান সংস্কারের দাবী তুলেছি। সংস্কার হতে হবে একটি নির্বাচিত পার্লামেন্টে। নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোন সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয়। যদি সকল রাজনৈতিক দলের সম্মতিতে সংস্কার হয় তা নির্বাচিত পার্লামেন্টে গ্রহণযোগ্য করা যায়। বর্তমানে দেশকে বিভক্ত করে যে সংস্কার প্রস্তাব তৈরি করা হয়েছে তা একপেশে ও বাস্তবতার ততটা সঙ্গতিপূর্ণ নয়। একারণে সংস্কার প্রস্তাব নিয়ে আমরা আগ্রহী নই। নির্বাচিত...
বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাষ্ট্র রাজনৈতিক দলের মাধ্যমেই পরিচালিত হয়। তাই রাজনীতি শুদ্ধ হওয়া প্রয়োজন। তা না হলে কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই দেশের সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে ৩১ দফা সংস্করণ উপস্থাপন করেছে। যা বাস্তবায়ন করবে বিএনপি। শনিবার (২৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাবেশ আয়োজনে তারেক রহমান আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ পেলেও তার আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি সংবিধানে। রাষ্ট্রীয় সংবিধানকে দলীয় সংবিধান বানিয়ে ফেলা হয়েছিলো। দুদকসহ সব প্রতিষ্ঠান অকার্যকর করে দিয়েছিল। যা সংস্কার করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের বিপক্ষে বিএনপি নয়। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, নতুন রাজনৈতিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর