দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করলেন একুশে পদকজয়ী রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার। ঢাকার ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে পাপিয়ার মৃত্যু হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তার স্বামী সারোয়ার এ আলম। প্যানক্রিয়াস ক্যানসারে আক্রান্ত হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার গুরুতর অসুস্থ হলে লাইফ সাপোর্টে নেয়া হয় তাকে। সেখানেই মৃত্যুবরণ করেন এই শিল্পী। ৭২ বছর বয়সী একুশে পদকজয়ী এই শিল্পী গত ১০ দিন ধরে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
পাপিয়া সারোয়ার দুই মেয়ের মা। মেয়ে জারা কলেজ অফ নিউ জার্সিতে জীববিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং জিশা কানাডীয় অর্থ মন্ত্রণালয়ের একজন নির্বাহী। ১৯৫২ সালে ২১ নভেম্বর বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। ছোটবেলা থেকেই রবীন্দ্র অনুরাগী পাপিয়া ক্লাস সিক্সে ছায়ানটে ভর্তি হন। পরে তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি হন। ১৯৬৭ সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে পারফর্ম করেন তিনি।
তার প্রথম অডিও অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮২ সালে। অ্যালবামটির নামও ছিল শিল্পীর নামেই ‘পাপিয়া সারোয়ার’। এরপর রবীন্দ্রনাথকে নিয়েই জীবনের পথ চলেছেন তিনি। তিনি ১৯৯৬ সালে ‘গীতসুধা’ নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেছিলেন।