পিএসসি জানিয়েছে, প্রার্থীরা আগামী ২৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই সিদ্ধান্ত আজ (১২ ডিসেম্বর) বিকেল ৫টায় পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান নিশ্চিত করেছেন। এর আগে, ২৮ নভেম্বর পিএসসি ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, যার মধ্যে আবেদন শুরু হওয়ার তারিখ ছিল ১০ ডিসেম্বর এবং শেষ হওয়ার সময় ছিল ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। তবে কিছু অনিবার্য কারণে ওই সময়সীমা স্থগিত করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চাকরিপ্রার্থীদের জন্য সময় বাড়ানো হয়েছে। প্রথমে ২২ দিন সময় দেওয়া হয়েছিল, তবে এখন আবেদন করতে পারবেন ৩৪ দিন। এদিকে, আবেদন ফি ছিল ২০০ টাকা, তবে প্রজ্ঞাপন জারির জন্য এই প্রক্রিয়া বিলম্বিত হয়। ১১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় আবেদন ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করার পর পিএসসি নতুন তারিখ ঘোষণা করেছে। ৪৭তম বিসিএসের...
৪৭তম বিসিএসের আবেদনের নতুন তারিখ ঘোষণা
অনলাইন ডেস্ক
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নিশ্ছিদ্র নিরাপত্তা ডিএমপির
নিজস্ব প্রতিবেদক
আসছে বড় দিন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এর পাঁচদিন পরই অনুষ্ঠিত হবে থার্টি ফার্স্ট নাইট। যেখানে সকল ধর্মের মানুষ দল মত নির্বিশেষে অংশ নিয়ে থাকেন। এ দুটি উৎসব পালনে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নানামুখী ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে ডিএমপি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ দুটি উৎসব উদযাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি। ডিএমপি কমিশনার বলেন, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হতে যাচ্ছে। এছাড়াও ইংরেজি ক্যালেন্ডারের শেষ দিন ৩১ ডিসেম্বর দেশব্যাপী থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হবে। এই দুটি বড় উৎসবকে ঘিরে...
কক্সবাজারে পরিপূর্ণ ঘাঁটি হবে: বিমানবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক
কিছুদিনের মধ্যেই কক্সবাজার বিমানবাহিনী ঘাঁটিকে পরিপূর্ণ ঘাঁটিতে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ৮৫তম বাফা (BAFA)-২০২৪ কোর্সের ৭৪ জন অফিসারের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিমানবাহিনী প্রধান বলেন, ১৯৭১ সালে মাত্র তিনটি বিমানে বাহিনীর যাত্রা শুরু হলেও বর্তমানে তা পরিপূর্ণ বাহিনীতে পরিণত হয়েছে, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ সক্ষমতা রাখে। দেশের ক্রান্তিলগ্নে যেকোনো ধরনের পদক্ষেপের জন্য বিমানবাহিনী প্রস্তুত আছে বলেও এসময় জানান তিনি। news24bd.tv/SHS
শুধু মেয়ে নয়, দেশে নাবালক ছেলেদেরও বিয়ে দেওয়া হচ্ছে
অনলাইন ডেস্ক
একটি শিক্ষিত জাতি পেতে প্রয়োজন একজন শিক্ষিত মা, বলেছিলেন প্রখ্যাত মনিষী ও দার্শনিক নেপোলিয়ন বোনাপার্ট। অথচ আজ এই একুশ শতকে এসেও বাংলাদেশের মেয়েরা এখনো শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, যার প্রধান কারণ বাল্যবিবাহ। অপরদিকে আমাদের দেশে বাল্যবিবাহ বলতে শুধু মেয়েদের বয়স দেখা হয়। কিন্তু নাবালক ছেলেদেরও বিয়ে দেওয়া হচ্ছে সেই দিকটা সমাজে অনেকটা উপেক্ষিত। সবাইকে খেয়াল রাখতে হবে আইন অনুযায়ী আমাদের দেশে ১৮ বছরের মেয়ে এবং ২১ বছরের নীচে ছেলেদের নাবালক হিসেবে ধরা হয়। তাই ছেলে-মেয়ে উভয়ের যেন নাবালক হিসেবে বিয়ে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্যবিবাহ একটি বড় বাধা। তাই যে কোনো মূল্যে বাল্যবিয়েতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই আগামী প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠবে এবং নিজেকে সুনাগরিক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর