গাজীপুরের টঙ্গী তুরাগ নদের তীরে ট্রাকসহ বেইলী ব্রিজ ভেঙে পড়ে। ১৭ ঘণ্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত উদ্ধার কাজ শুরু করেনি সড়ক ও জনপদ বিভাগ। চালক ও যাত্রীরা বলছেন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর বেইলী ব্রিজ ভেঙে যাওয়ায় জনদুর্ভোগ চরমে। গাজীপুরের ট্রাফিক বিভাগ বলছে, ঢাকা ময়মনসিংহ সড়কে যাতায়াতকারী যাত্রীদের টঙ্গী কামারপাড়া, মন্নু গেট ও আরটি ফ্লাইওভারের উপর দিয়ে যান চলা চল স্বাভাবিক রয়েছে। সড়ক ও জনপদ বলছে, আজ উদ্ধার কাজ শুরু করার না গেলেও আগামীকাল থেকে উদ্ধার কাজ চলবে। তবে বেইলী ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। news24bd.tv/FA
বেইলী ব্রিজ ভেঙে ট্রাক খাদে, ১৭ ঘণ্টায়ও শুরু হয়নি উদ্ধার কাজ
গাজীপুর প্রতিনিধি
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, পুঠিয়া উপজেলার কান্দ্রা এলাকার বাসিন্দা আবু হানিফ (২৫) তার স্ত্রী ফাতেমা খাতুন (২০) ও ফাতেমা খাতুনের বোন বোন যুথি খাতুন (১৪)। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, বিকেলে মোটরসাইকেলে করে আবু হানিফ তার স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুরে কাছে পৌঁছালে একটি বাস তাকে ধাক্কা দেয়। ঘটনা স্থলেই আবু হানিফ ও তার শ্যালিকা যুথির মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করে ফাতেমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। পরে তিনি সেখানেই মারা যান। তিনি আরও বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে...
ভারতের নিকৃষ্ট পণ্য আওয়ামী লীগ: গয়েশ্বর চন্দ্র
সৈয়দ নোমান, ময়মনসিংহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতের সবচাইতে নিকৃষ্ট পণ্য আওয়ামী লীগ। ভারত থেকে সব পণ্য আসতে পারবে। কিন্তু আওয়ামী লীগ আর আসতে পারবে না। আজ শনিবার দুপুরে ময়মনসিংয়ের হালুয়াঘাট বিএনপি আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কারের জন্য নির্বাচন নয়। আরও সংস্কার হবে নির্বাচনের পরে। আর যারা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে তাদের মধ্যে মনে হয় কোনো আকাঙ্খা সৃষ্টি হয়েছে। হয়তো তাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল জন্ম নেবে, দল বড় হবে, নির্বাচন করার জন্য কমিশন থেকে নিবন্ধন পাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলে এ সরকার নিরপেক্ষ হতে পারবে না। এসময় ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির...
বাগেরহাটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার পরে নিয়মিত টহলকালে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার রাশেদুল আলমের নের্তৃত্বে পুলিশ উপজেলার বাধাল ইউনিয়নের দোবাড়িয়া এলাকায় সমিলের পাশ থেকে ৩ ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন ডাকাত পালিয়ে যায়। গ্রেপ্তার ডাকতদের কাছ থেকে রামদা, কুড়ালসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় আস্ত্র উদ্ধার করে। গ্রেপ্তার তিন ডাকাত হলো, বাগেরহাটের কচুয়া উপজেলা পালপাড়া এলাকার কামরুল গাজীর ছেলে হোসেন গাজী (২০), ভান্ডারকোলা এলাকার গনেশ ব্যানার্জীর ছেলে শোভন ব্যানার্জী (১৯) ও কাকারবিল এলাকার আসাদ মোল্লার ছেলে ইয়ামিন হোসেন শাওন (২৪)। বাগেরহাট পোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান মো....
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর