রাজশাহী থেকে অপহরণের এক দিন পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ পাবনার একটি ফোর্স পাবনা শহর থেকে এক নারী চিকিৎসককে উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত তিনজন আসামিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে পাবনা শহর থেকে ওই চিকিৎসককে উদ্ধার করা হয়। এরপর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান। গত সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজশাহীর চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে ওই চিকিৎসককে অপহরণ করা হয়। অপহরণকারীরা তার বাবা-মেয়েকে বাসা থেকে তুলে নিয়ে যায় এবং পথিমধ্যে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় তার বাবাকে ফেলে রেখে চলে যায়। ২৬ বছর বয়সী এই চিকিৎসক সম্প্রতি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ থেকে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস)...
রাজশাহীতে অপহৃত নারী চিকিৎসক পাবনায় উদ্ধার, আটক ৩
অনলাইন ডেস্ক
কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যান চাপায় দুইজন নিহত
অনলাইন ডেস্ক
কুষ্টিয়ার মিরপুরে কাভার্ড ভ্যান চাপায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার বহলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের মধ্যে একজন ভ্যানের চালক ও অন্যজন আরোহী বলে নিশিত করেছেন চৌড়হাস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, কাভার্ডভ্যানটি কুষ্টিয়া শহর থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বহলবাড়িয়া এলাকায় পৌঁছে একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়ে সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ভ্যানচালক ও আরোহী কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি। news24bd.tv/কেআই
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার, আটক ২
অনলাইন ডেস্ক
কক্সবাজারের টেকনাফে অপহৃত বন বিভাগের ১৯ কর্মীর মধ্যে ১৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অপহরণে জড়িত দুজনকে আটক করা হয়েছে। একইসঙ্গে শনাক্ত করা হয়েছে অপহরণ চক্রটি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত গহীন পাহাড়ে ড্রোন দিয়ে অভিযান চালানোর পর সন্ধ্যার দিকে পাহাড়ি এলাকা থেকে ওই শ্রমিকদের উদ্ধার করে আনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। উদ্ধার হওয়া বনকর্মীরা হলেন ফরেস্টার সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্লাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্লাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আরও দুজনের নাম পাওয়া যায়নি। কক্সবাজারে র্যাব-১৫-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, টেকনাফের হ্নীলা পাহাড়ি...
সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
অনলাইন ডেস্ক
সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠক থেকে সংগঠনটির নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, রোববার সকালে জকিগঞ্জের কামালগঞ্জ আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশে এক জায়গায় (সড়কের পাশে) শিশু-কিশোররা ফুটবল খেলছিল। হঠাৎ বল সিলেট-জকিগঞ্জ সড়কে চলে গেলে সেটি আনতে আবির আহমদ (১৪) নামের এক কিশোর দৌড় দেন। এ সময় একটি চলন্ত বাসের নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সেই বাস আটকে পার্শ্ববর্তী একটি স্কুলের মাঠে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর