বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যত্রাবাড়ী এলাকায় আন্দোলনরত নিরীহ ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণকারী মো. সাইদুল ইসলাম ইয়াসিনকে হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় আসামি মোস্তাকিমকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব-১০। বৃহস্পতিবার (৬ মার্চ) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনি. সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন। গত ০৪ মার্চ রাত আনুমানিক রাত ১১টা ১০ মিনিট নাগাদ র্যাব-১০ এর আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ীর শেখপাড়া মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। তাপস কর্মকার বলেন, গত বছরের জুলাই থেকে দেশব্যাপী কোটাবিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন...
বৈষম্যবিরোধী আন্দোলনে ইয়াসিন হত্যাকাণ্ডে জড়িত মোস্তাকিম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

চীনা নাগরিকের হারানো ফোন ৪৮ ঘণ্টায় উদ্ধার করল র্যাব
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরা থেকে হারিয়ে যাওয়া চীনা নাগরিকের আইফোন ১৫ প্রো ম্যাক্স মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে র্যাব-১০। বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোবাইলসহ অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়। র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এই তথ্য নিশ্চিত করেছেন। চীনা নাগরিক দাকা উত্তরা ১১ নম্বর সেক্টরে বসবাস করেন। গত ৪ মার্চ বিকাল ৫টা ২০ মিনিটে উত্তরার ১৪ নম্বর রোড এলাকায় তার ব্যবহৃত আইফোন, নগদ ৩০ হাজার টাকা, ব্যাংক কার্ড ও ওয়ালেট হারিয়ে যায়। এ ঘটনায় তিনি উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং র্যাব-১০ এর কাছে মোবাইল উদ্ধারের জন্য অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে র্যাব-১০ ছায়াতদন্ত শুরু করে এবং ৬ মার্চ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ডেমরা থানার কোনাপাড়া এলাকায়...
দোহারে ২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

ঢাকার দোহার উপজেলা থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৩০ শতাংশ সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৬ মার্চ) দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এ সময় ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়, যা দীর্ঘদিন ধরে মালিকান্দা ঝনকি মৌজায় সরকারি ১ নম্বর খাস হালট জমিতে অবৈধভাবে নির্মিত ছিল। এসব স্থাপনা একটি চক্র কর্তৃক অবৈধভাবে তৈরি করা হয়েছিল এবং জমিটি দখলে রাখা হয়েছিল। এ অভিযানে সরকারের ২ কোটি টাকা মূল্যের ৩০ শতাংশ জমি উদ্ধার করা হয়। এ বিষয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ বলেন, সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।...
ভাষানটেকে বিআরপি বস্তির আগুন নিয়ন্ত্রণে
অনলাইন ডেস্ক

রাজধানীর ভাষানটেক এলাকার বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বেলা ১১টার দিকে আগুন লাগার তথ্য পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিআরপি বস্তির আগুন ১১টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আনতে কাজ করেছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। news24bd.tv/MR
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর