প্রায় ৮০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৬১৫ কোটি টাকার টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৫ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা যায়, ঢাকা-১০, ঢাকা-১২ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা মূল্যের সম্পদ অসাধু উপায়ে অর্জন করেন। ফজলে নূর তাপস...
স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ ও লেনদেন ৬১৫ কোটি, মামলা দুদকের
অনলাইন ডেস্ক
জোড়া খুনের দায়ে মৃত্যুদণ্ড ৪, যাবজ্জীবন ৮
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জোড়া খুনের মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালত। আজ রোববার (৫জানুয়ারি) বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার এবং যাবজ্জীবন আসামিদের ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হামিদুল ইসলাম দুলাল এবং পেশকার আব্দুল মমিন এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার চকপাঙ্গাসী গ্রামের মোহাম্মদ কাওসার আলী, জাহিদুল ইসলাম জালিম, মোয়াজ্জেম হোসেন রিন্টু ও হাসানুর রহমান হাসু। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, একই গ্রামের মোতালেব হোসেন, মনির হোসেন, আশরাফ আলী, রেজাউল, ছাদ্দাম হোসেন, বেল্লাল হোসেন, আব্দুল আওয়াল ও...
বিশ্ববিদ্যালয় ছাত্র জিসান হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
অনলাইন ডেস্ক
সাড়ে পাঁচ বছর আগে ইউরোপিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের শিক্ষার্থী ইসমাইল হোসেন জিসান হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৫ জানুয়ারি) ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিন আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- হাসিবুল হোসেন ওরফে হাসিব, শ্রাবণ ওরফে শাওন ও আব্দুল্লাহ আল নোমান। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সজনী আক্তার নামের একজনকে খালাস দেওয়া হয়েছে। অতিরিক্ত সরকারি কৌঁসুলি শরীফুল ইসলাম লিটন বলেন, আসামিদের মধ্যে শাওন পলাতক রয়েছে। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অপর দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়। মামলার বিবরণ অনুযায়ী, পড়াশোনার পাশাপাশি বাইক রাইড শেয়ার করতেন জিসান। ২০১৯ সালের ১২ মে বিকাল সাড়ে ৪টার...
৫০ বিচারকের ভারত যাওয়া বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রশিক্ষণ নিতে ৫০ বিচারকের ভারতের ভোপালে যাওয়ার কথা থাকলেও সেটি বাতিল করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ রোববার (৫ জানুয়ারি) আইন ও বিচার বিভাগের উপসচিব ড. আবুল হাসানাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়। জানা যায়, ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারতে যাওয়ার জন্য অনুমতি দেয় আইন মন্ত্রণালয়, যা বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনায় বাতিল করা হয়েছে। প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনয়ন দেয়া হয়েছিল। এসব বিচার বিভাগীয় কর্মকর্তারা আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণে অংশ নেয়ার কথা ছিল। সম্প্রতি এ বিষয়ে আইন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর