নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে জনমত জরিপ ও মতামত গ্রহণ কর্মসূচি শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে এই কর্মসূচি শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরি, কার্জল হলসহ ৬টি বুথে রাজনৈতিক দল নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন শিক্ষার্থীরা। এতে নতুন দলের নাম কী হবে, মার্কা কী হবেএমন নানা প্রশ্নে নিজেদের আকাঙ্ক্ষার কথা জানাচ্ছেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা বলছেন, গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাড়া পাচ্ছেন তারা। তাদের প্রত্যাশা, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে নতুন এই রাজনৈতিক দল। এর আগে মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে ক্যাম্পেইনের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত...
নতুন দল গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরিপ শুরু
অনলাইন ডেস্ক
![নতুন দল গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরিপ শুরু](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739346752-c326beba39f4727255cc4d362c8c5d7b.jpg?w=1920&q=100)
জাবিতে ২য় দিনের ভর্তি পরীক্ষা শুরু
অনলাইন ডেস্ক
![জাবিতে ২য় দিনের ভর্তি পরীক্ষা শুরু](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739243063-9d4b86708de211bbe730737933ee5baf.jpg?w=1920&q=100)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ৪টি শিফটে জীববিজ্ঞান অনুষদ অধিভুক্ত ডি ইউনিটের ২য় দিনে ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ২টা ৫০ মিনিটে ৪র্থ শিফটের পরীক্ষার মাধ্যমে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়। এ ইউনিটে ছাত্রদের উপস্থিতির হার প্রায় ৮৬ শতাংশ ছিল বলে নিশ্চিত করেছেন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। তিনি বলেন, ডি ইউনিট জীববিজ্ঞান অনুষদ ছাত্রদের মোট আসন সংখ্যা ১৫৫টি। আবেদন জমা পড়েছিল প্রায় ৩৯ হাজার ৬৪ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থীর। শতকরা উপস্থিতির হার ৮৬ শতাংশ। অনুপস্থিত প্রায় ১৪ শতাংশ। পরীক্ষার ফলাফলের ঘোষণার ব্যাপারে তিনি বলেন, আগামীকাল সোমবার রাত অথবা মঙ্গলবার সকালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি...
প্রাথমিকের শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ
নিজস্ব প্রতিবেদক
![প্রাথমিকের শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739201303-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নের উদ্দেশ্যে গঠিত কনসালটেশন কমিটি আটটি বিষয়ে শতাধিক সুপারিশ জামা দিয়েছে। ওই সুপারিশের মধ্যে প্রাথমিকের শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়ে বলা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষ উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সব শিক্ষক এক থাকলে বাস্তবায়ন সম্ভব। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬৫৩১ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে বলেও জানান বিধান রঞ্জন রায়। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায়...
প্রাথমিকে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্তির সুপারিশ
অনলাইন ডেস্ক
![প্রাথমিকে ‘সহকারী শিক্ষক’ পদ বিলুপ্তির সুপারিশ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739200547-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের পদ বিলুপ্তর সুপারিশ জানিয়েছে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গঠিত কনসালটেশন (পরামর্শক) কমিটি। সুপারিশ অনুযায়ী- প্রাথমিক বিদ্যালয়ে শুধু শিক্ষক পদবি নিয়ে কর্মজীবন শুরু করে পরবর্তীকালে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি দেওয়ার প্রস্তাব জানানো হয়। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেয় পরামর্শক কমিটি। পরবর্তীকালে বিকাল ৫টায় এ নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। এ সময় পরামর্শক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। ৯ সদস্যের এ পরামর্শক কমিটি দেশে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মোট ১৪টি সুপারিশ করেছে। শিক্ষক ও মাঠ পর্যায়ের শিক্ষাকর্মীদের পেশাগত মর্যাদা,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত