লোডশেডিং শুধু গ্রামে নয় শহরেও হবে, কারণ এখন ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সাড়ে ১৬ হাজার উৎপাদন হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খান। রোববার (২৭ এপ্রিল) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, চাহিদা বেড়ে গেলে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়িয়ে সেটাকে মেটানো হবে। তবে লোডশেডিং যাতে সহনীয় পর্যায়ে থাকে সে চেষ্টা করা হচ্ছে। উপদেষ্টা বলেন, আরও দুই কার্গো এলএনজি আনার চেষ্টা করা হচ্ছে। এটা আনতে পারলে গ্যাস সংকট কমবে। news24bd.tv/FA
লোডশেডিং হবে শহরেও, সহনীয় মাত্রায় রাখার চেষ্টা চলছে: বিদ্যুৎ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
সাবেক এনআইডি ডিজি সাহেল উদ্দিনের এনআইডি ব্লকের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সাবেক মহাপরিচালক সুলতানুজ্জামান মো. সাহেল উদ্দিনের এনআইডি ব্লক করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৭ এপ্রিল) ইসির এনআইডি শাখা জানায়, দুদকের অনুরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সাহেল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলমান, যার অংশ হিসেবে এনআইডি ব্লক ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। উল্লেখ্য, তিনি এর আগে এনআইডি মহাপরিচালক হিসেবে স্মার্টকার্ড ইস্যু প্রকল্পের দায়িত্বে ছিলেন। news24bd.tv/FA
সরবরাহব্যবস্থায় কমলো দাম, ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর আছে?
অনলাইন ডেস্ক

সরবরাহব্যবস্থার দুটি স্তরে ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দিয়েছে একাধিক প্রতিষ্ঠান। দাম কমানোর হার ১০ থেকে ২০ শতাংশ। তবে প্রশ্ন উঠেছে, এর ফলে গ্রাহকরা আদৌ কতটা সুফল পাবেন। অপারেটররা বলছে, ইন্টারনেটের দাম নির্ভর করে একাধিক বিষয়ের ওপর। শুধু ব্যান্ডউইথের মূল্য কমলেই গ্রাহক পর্যায়ে তা সরাসরি কমবে, এমনটা বলা যাচ্ছে না। ব্যান্ডউইথের দাম কমানোর প্রথম ঘোষণা আসে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি (বিএসসিপিএলসি) থেকে। তারা গত ২২ মার্চ জানায়, সব ধরনের সেবায় ১০ শতাংশ মূল্যছাড় দেবে। দেশের প্রায় অর্ধেক ব্যান্ডউইথই আসে এই প্রতিষ্ঠান থেকে। তবে সেবাদানকারীরা তখন বলেছিলেন, বিএসসিপিএলসি তুলনামূলক বেশি দাম রাখায় এ ছাড়ে গ্রাহকরা তেমন সুবিধা পাবেন না। এরপর বেসরকারি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম আইটিসি, আইআইজি ও এনটিটিএন পর্যায়ে ১০ থেকে ১৫ শতাংশ দাম কমানোর সিদ্ধান্ত...
দ্রুত জুলাই সনদ তৈরি হবে: ড. আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশন ও গণসংহতি আন্দোলনের মধ্যে এক সংলাপে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, চলমান রাজনৈতিক সংকট উত্তরণে দ্রুত সময়ের মধ্যেই জুলাই সনদ তৈরি হবে। আজ রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনের এলডি হলে এই সংলাপ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে ড. রীয়াজ বলেন, পুঞ্জিভূত রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য সংস্কার কমিশন ইতিমধ্যে প্রতিবেদন দিয়েছে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ঐক্যকেই ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, পরবর্তী প্রজন্ম এবং নতুন বাংলাদেশের জন্য এই প্রচেষ্টা। এতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে এই আশাবাদ। সংলাপে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, জুলাই সনদে অংশগ্রহণকারী দল ও পক্ষগুলোর ঐকমত্যের ভিত্তিতেই মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে। যেখানে মতবিরোধ থাকবে, সেগুলো নিয়ে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর