লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্য রেখায় কাঁটাতারের দেড় কিলোমিটার জায়গায় বেড়া দিলো বিএসএফ। এর পর বিজিবি বাধা প্রদান করলে বিএসএফ কাজ বন্ধ রাখেন। শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ৫১ বিজিপির পক্ষ থেকে পর পর তিন বার পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান করলে তারা সাড়া দেয় নি। এর আগে শনিবার সকালে দহগ্রাম সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেন। জানা যায়, গত শুক্রবার (১০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপ-পিলার ৪৭ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটারের মধ্যে বিএসএফ ভারতীয় ৩০ থেকে ৩৫ জন নির্মাণ শ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। এমন...
পাটগ্রাম সীমান্তে বিজিবি পতাকা বৈঠকে সাড়া দেয়নি বিএসএফ
লালমনিরহাট প্রতিনিধি:
বান্দরবানে ৫৮ রোহিঙ্গা ও ৫ ‘পাচারকারী’ আটক
অনলাইন ডেস্ক
বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ৫৮ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। তাঁদের সঙ্গে আটক করা হয়েছে আলীকদমের স্থানীয় পাঁচ বাসিন্দাকে। বিজিবি জানিয়েছে, আটক স্থানীয় বাসিন্দারা পাচারকারী চক্রের সদস্য। আজ শনিবার ভোরে আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের বসিরমুখ এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে একটি ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল। বিজিবি ৫৭ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আটক স্থানীয় বাসিন্দারা হলেন উপজেলার দক্ষিণ নয়াপাড়ার আনোয়ার হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২৫), বাজারপাড়ার আবদুর রহিমের ছেলে নজরুল ইসলাম (৪৫), নয়াপাড়ার সোনা মিয়ার ছেলে জামাল উদ্দিন (২৭) ও মৃত আনু মিয়ার ছেলে খোরশেদ আলম (৫৭) এবং চৈক্ষ্যং এলাকার আবুল হোসেনের ছেলে আবু হুজাইফা (৩২)। বিজিবি জানায়, গোপন...
চট্টগ্রামে সিইপিজেড এলাকায় শ্রমিকদের সংঘর্ষ, আহত ১২
অনলাইন ডেস্ক
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (সিইপিজেড) দুটি কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (১১ জানুয়ারি) সকালে জেএমএস ও মেরিনকো কারখানার শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেএমএস কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন। সমঝোতার পর শনিবার সকালে কারখানাটি পুনরায় চালু হয়। এদিকে, সকালেই মেরিনকোর শ্রমিকরা দাবি আদায়ে আন্দোলন শুরু করে কারখানা থেকে বেরিয়ে আসেন। এ সময় তাদের ছোড়া ঢিলে জেএমএস কারখানার জানালার কাঁচ ভাঙলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর দুই কারখানার শ্রমিকরা পাল্টাপাল্টি ধাওয়া ও পাথর নিক্ষেপে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ...
রোহিঙ্গা ভোটার ঠেকাতে কাল বৈঠকে বসছে ইসি
অনলাইন ডেস্ক
রোহিঙ্গা ভোটার ঠেকাতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টায় এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের দ্বিতীয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, কমিশন পার্বত্য এলাকার চার জেলার ৩২ উপজেলাকে ইতোমধ্যে বিশেষ এলাকা ঘোষণা করেছে। এসব এলাকার নাগরিকদের ভোটার হতে গেলে পূরণ করতে হয় বিশেষ ফরম। এগুলো দেখভালের জন্য রয়েছে বিশেষ কমিটি। বিশেষ এলাকায় (চট্টগ্রাম অঞ্চল) ভোটার নিবন্ধনের ক্ষেত্রে বিশেষ তথ্য ফরম (ফরম-২-এর অতিরিক্ত তথ্য) ব্যবহার বিষয়ে কমিশন বৈঠকে আলোচনা করা হবে। সূত্র আরও জানায়, রোহিঙ্গারা শুধু বিশেষ এলাকায় সীমাবদ্ধ নেই। তারা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে ভোটার হওয়ার চেষ্টা করছে। বর্তমান কমিশনের নির্দেশনা রয়েছে, কোনোভাবেই যেন বিদেশি ভোটাররা আমাদের ভোটার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর