দেশে একটা দল মুখোশধারী, অপব্যাখ্যাকারী, ভুল বয়ান দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, তারা কখনো দেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেনি। জিয়াউর রহমান স্বাধীনতা যুদ্ধ করলেও আরেকটা দল পাকিস্তান রক্ষার নামে যুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়েছিল। তারা আজকে আপনাদের শিখাচ্ছে কী করতে হবে, কী জানতে হবে। শনিবার (১১ জানুয়ারী) দুপুরে রংপুরে জাতীয়তাবাদী ওলামা দলের রংপুর বিভাগীয় কর্মীসভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, দলটি বিএনপির সঙ্গে নির্বাচনে আসলে আসন পায় ১৮ থেকে ১৯টি। একা একা নির্বাচন করলে দুই থেকে তিনটির বেশি পায় না। এমন কী করেছে যে জনগণ তাদের জন্য হুমড়ি খেয়ে পড়বে। তিনি বলেন, আমাদের অনেক কষ্ট, বেদনা ও চাওয়া আছে। তার আগে...
দেশে একটা দল মুখোশধারী: শামসুজ্জামান দুদু
অনলাইন ডেস্ক
খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন পরীক্ষা সোমবার
অনলাইন ডেস্ক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি আরও পর্যালোচনা করার জন্য আগামী সোমবার নতুন কিছু পরীক্ষা করা হবে। তাঁর চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। শনিবার লন্ডনে অবস্থানরত চিকিৎসক জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে এবং আগে যেসব পরীক্ষা করা হয়েছিল, সেগুলোর রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা প্রদান করা হচ্ছে। চিকিৎসকরা আরও কিছু পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন এবং সেগুলো সোমবার, দুই দিনের সাপ্তাহিক ছুটির পর সম্পন্ন হবে। ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছান খালেদা জিয়া। বিমানবন্দর থেকে সরাসরি তাঁকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিক এ ভর্তি করা হয়, যেখানে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তাঁর ছেলে তারেক রহমানের পারিবারিক...
বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব নেই: ডা. তাহের
নিজস্ব প্রতিবেদক
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বিএনপির সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো ধরনের দুরত্ব নেই বরং সুসম্পর্ক রয়েছে। আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক এবং সব দলই ইতিবাচক হবেন, এটা আমরা আশা করি। সুতরাং বিএনপি যে ঐক্যের কথা বলেছেন এবং জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, আমি মনে করি ওনারা এটি সঠিক কথা বলেছেন। আজ শনিবার (১১ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কর্মী সম্মলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমির মাওলানা...
‘ছাত্র-জনতার ঐক্যের চেতনার অগ্রযাত্রা কোনো ষড়যন্ত্রই বাধাগ্রস্ত করতে পারবে না’
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জুলাই বিপ্লবের কথা উল্লেখ করে বলেছেন, গণঅভ্যুত্থানে২ হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে, ৪০ হাজার ছাত্র-জনতা আহত হয়েছে ও পঙ্গু হয়েছে। এই যে ত্যাগ, এই যে আত্মদান, রক্তদান, যারা চলে গেল তারা তো বিজয় দেখে যেতে পারল না। তাদের স্ত্রী-সন্তান-শিশুরা কাঁদে, আহতরা হাসপাতালে কাতরাচ্ছে। মুক্তির স্বাদ তারা দেখতে পারছে না। যারা আত্মত্যাগ করে গেল, তাদের রক্তের এই ঋণ, এই ত্যাগ আমাদের শোধ করতে হবে। আমরা তাদের রক্তের কাছে ঋণী হয়ে আছি। তা শোধ করার একটাই উপায় আছে। আর তা হলো- যে ইনসাফপূর্ণ একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা রক্ত দিয়েছে, সেই স্বাধীন, সোনার, সমৃদ্ধ, নিরাপদ, কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ আমাদের গড়তে হবে। তাহলেই শহীদদের রক্তের ঋণ শোধ করা যাবে। তিনি বলেন, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর