সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আগের তুলনায় বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, পঞ্চগড়, কুঁড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শিগগিরই এমন অবস্থা প্রশমিত হতে পারে। একইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আগের তুলনায় বাড়ার সম্ভাবনা রয়েছে। তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রার অবস্থা সম্পর্কে পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে...
তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
আতঙ্ক-হতাশায় আস্থার সংকটে পুলিশ
► নানামুখী টানাপোড়েন ও ট্রমা কাটিয়ে জনগণের বন্ধু হওয়ার চেষ্টা ► যেখানে অপরাধ সেখানে উপস্থিতি জানান দিতে হবে, আস্থার জায়গা তৈরি করতে হবে : বিশেষজ্ঞ
নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্ট বিপ্লবের পাঁচ মাস পেরিয়ে গেলেও পুলিশ বাহিনীর মধ্যে আতঙ্ক পুরোপুরি কাটেনি। পাশাপাশি হতাশা ও মনোবল হারানোর বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। এখনো মাঝেমধ্যে পুলিশ সদস্যরা হামলার শিকার হচ্ছেন। সম্প্রতি থানার ভেতরে পুলিশ সদস্যদের আত্মহত্যার মতো ঘটনা ঘটছে, যা বাহিনীর অভ্যন্তরীণ সংকটকে সামনে নিয়ে এসেছে। এমনকি গ্রেফতারকৃত পুলিশ কর্মকর্তার থানা থেকে পালিয়ে যাওয়ার মতো ঘটনাও জনমনে উদ্বেগ তৈরি করছে। জুলাই-আগস্ট বিপ্লবের পর পুলিশ বাহিনীর সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ায় সদস্যরা এখনো বিভিন্ন জায়গায় নিগ্রহের শিকার হচ্ছেন। সংশ্লিষ্টদের মতে, সমাজে পুলিশ সদস্যদের অনেকেই এখন অপরাধীর চোখে দেখছেন, ফলে বাহিনীর সম্মান ও মনোবলে নেতিবাচক প্রভাব পড়ছে। বাহিনীর ভেতরে সিনিয়র-জুনিয়রদের মধ্যে শৃঙ্খলার অভাবও স্পষ্ট। কেউ কার রাজনৈতিক প্রভাব, ছাত্রলীগ...
গার্মেন্টস শিল্প নিয়ে পাশের দেশ ষড়যন্ত্র করছে: শ্রম উপদেষ্টা
অনলাইন ডেস্ক
গার্মেন্টস শিল্প নিয়ে পাশের একটি দেশ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসাইন। শনিবার (১১ জানুয়ারি) বিকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গার্মেন্টস খাতের পণ্য উৎপাদনে সাপোর্ট দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, গার্মেন্টস শিল্প নিয়ে পার্শ্ববর্তী একটি দেশ অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে। তবে দেশের ক্ষতি করে অন্যের মেহমানদারি করা হবে না। এম সাখাওয়াত বলেন, বিগত সময়ে দুর্নীতির জন্য ব্যাংকিং খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। news24bd.tv/MR
২৭ হাজার টন চাল নিয়ে ভারত থেকে চট্টগ্রাম বন্দরে জাহাজ
নিজস্ব প্রতিবেদক
ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চাল নিয়ে ছেড়ে আসা একটি জাহাজ শনিবার (১১ জানুয়ারি) রাত সোয়া ৭টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। আজ শনিবার খাদ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া বন্দর থেকে ২৬ হাজার ৯৩৫ মেট্রিক টন চালের একটি চালান এসেছে। চালবাহী জাহাজটি শনিবার রাত সোয়া ৭টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান। জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত খালাসের কাজ শুরু হবে। এজন্য এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। news24bd.tv/তৌহিদ
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর