বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চলতি বছরে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে ব্যয় হবে ১ হাজার ১৩৭ কোটি টাকা। গত রোববার বিপিসির পরিচালনা পর্ষদের ১০০০তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। ২০২৫ সালে বিপিসির জ্বালানি তেলের চাহিদা নির্ধারণ করা হয়েছে ৭৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৪৬ লাখ মেট্রিক টন ডিজেল প্রয়োজন, যা দেশের জ্বালানি চাহিদার মূল ভিত্তি। এর ৮০ শতাংশ সরাসরি আমদানি করা হয়, আর বাকি ২০ শতাংশ স্থানীয় শোধনাগার থেকে সরবরাহ করা হয়। বিপিসি ২০১৬ সাল থেকে নিয়মিত ভারতের এনআরএল থেকে ডিজেল আমদানি করে আসছে। এসব তেল ট্রেনে করে বাংলাদেশে আনা হয়, যা পরিবহন খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে সহায়ক ভূমিকা পালন করছে। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে...
ভারত থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল কিনছে বিপিসি
অনলাইন ডেস্ক
সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
অনলাইন ডেস্ক
পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফার হার বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। স্কিমের ধরন অনুযায়ী নতুন মুনাফার হার ১২ দশমিক ২৫ শতাংশ থেকে ১২ দশমিক ৫৫ শতাংশ পর্যন্ত করা হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই মুনাফার হার কার্যকর হবে। বুধবার (১৫ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব মকিমা বেগম। মুনাফার হার বাড়ানো পাঁচ স্কিমের মধ্যে রয়েছে- পরিবার সঞ্চয়পত্র, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট। সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি ধাপ রাখা হচ্ছে। প্রথম ধাপ ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারী। আর দ্বিতীয় ধাপটি হলো ৭ লাখ ৫০ হাজার টাকার ওপরের বিনিয়োগকারী। পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকা বা তার কম...
নতুন বছরের প্রথম বাড়লো স্বর্ণের দাম
অনলাইন ডেস্ক
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন বছরেরপ্রথম বাড়লো স্বর্ণের দাম, ভরি প্রতি স্বর্ণের দাম এক হাজার ৬৫৭ টাকা বাড়িয়েছে সংস্থাটি। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে এক লাখ ৩৯ হাজার ৯৪৫ টাকা। বুধবার (১৫ জানুয়ারি) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩৩ হাজার ৯৮টাকা, ১৮ ক্যারেটের প্রতি...
যুক্তরাষ্ট্র শীর্ষে, রেমিট্যান্স পাঠানোতে পেছনে আরব আমিরাত
অনলাইন ডেস্ক
প্রবাসী আয়ে শীর্ষ অবস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) পেছনে ফেলে বর্তমানে সবচেয়ে বেশি প্রবাসী আয় পাঠানো দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে দেশটি। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিক (সেপ্টেম্বর-নভেম্বর) নিয়ে সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, সেপ্টেম্বর থেকে নভেম্বরএই তিন মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৪০ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৯৯ কোটি ডলার। শীর্ষ দশ দেশের তালিকায় এরপর রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টে যুক্তরাষ্ট্র থেকে ২৯ কোটি ৩৪ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। সেপ্টেম্বরে তা ৩৯ কোটি ডলারে পৌঁছায়, যা আগের মাসের তুলনায় ৩৪...
সর্বশেষ
সর্বাধিক পঠিত