রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে পুষ্পিতা (২১) নামে এক ইডেন মহিলা কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুষ্পিতার গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিবেশী জগদীশ বলেন, পুষ্পিতা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুষ্পিতার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।...
রাজধানীতে ইডেন কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
বায়ুদূষণে আজও দ্বিতীয় ঢাকা, ৬ এলাকা ঝুঁকিপূর্ণ
অনলাইন ডেস্ক
এয়ার কোয়ালিটি ইনডেক্সে ২৬৯ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজও দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এদিন ঢাকার ৬ এলাকায় বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে। সূচকে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫) এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৩৮.৮ গুণ বেশি রয়েছে। এসময় ঢাকার গোঁড়ান (৪০০), মিরপুরের ইস্টার্ন হাউজিং (৩৬৪), ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৩৪৬), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (৩৪৫), গুলশান লেক পার্ক (৩৩০) ও সাভারের হেমায়েতপুর (৩১২) এলাকায় বাতাসের মান ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। এছাড়া মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৯০), পশ্চিম নাখালপাড়া সড়ক (২৮২), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল...
'গোডাউন ভবনে কোনো ধরনের অগ্নিনিরাপত্তাই ছিল না'
অনলাইন ডেস্ক
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জাননিয়েছেন,রাজধানীর হাজারীবাগ বাজারে আগুন লাগা একটি ট্যানারি গোডাউনটির ভবনে কোনো ধরনের অগ্নিনিরাপত্তাই ছিল না। অথচ, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বেশ কয়েকবার নোটিশ পাঠানো হয়েছিল ভবনটির মালিক ফিনিক্স লেদারকে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে আগুন লাগা ভবনটির সামনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে জানিয়ে তিনি বলেন, ভবনটির কোনও সেফটি প্ল্যান ছিল না। এর আগে কয়েকবার তাদেরকে নোটিশ পাঠিয়েছিল ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় বিকেল ৪টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আসে ভবনটির আগুন। এ সময় তাদের সহযোগিতা করে সেনাবাহিনী এবং বিজিবিও। আগুন লাগার কারণ ও...
ভোগান্তিতে পড়তে না চাইলে আজ যেসব সড়ক এড়িয়ে চলবেন
অনলাইন ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল (এমবিবিএস) ভর্তি পরীক্ষা শুক্রবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টা দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের একাধিক ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসময় রাজধানীর সড়কে গাড়ির আধিক্য থাকবে বিধায় সংশ্লিষ্ট সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে চলার জন্যজনসাধারণকে অনুরোধ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ করেছে ডিএমপি। বিজ্ঞপ্তি বলা হয়, এতদ্বারা ঢাকা মহানগর এলাকার জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭/০১/২০২৫খ্রি. তারিখ রোজ শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ সমূহে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা একযোগে ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও ০১টি ডেন্টাল কলেজসহ মোট ১৯টি কেন্দ্রের নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হবে। ঢাকা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর