সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন ডা. সাবরিনা হুসেন মিষ্টি। রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলে দাবি বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী এই পরিচালকের। শনিবার (১৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে বন্দিনী ফাউন্ডেশনের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. সাবরিনা হুসেন মিষ্টি। এ সময় তিনি সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন এবং তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানোর গুরুতর দাবি করেন। ডা. সাবরিনা জানান, ২০২০ সালে তাকে করোনা সনদ জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে করা এই মামলা ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। সাবরিনা বলেন, করোনা...
‘ডিবি হারুন আনঅফিসিয়ালি ফোন করে দেখা করার কথা বলতেন’
অনলাইন ডেস্ক
নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান মুছে দিলো ছাত্রদল
নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলায় রাতের বেলায় দেয়ালে দেয়ালে লেখা জয় বাংলা স্লোগান মুছে দিয়েছে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে লেখাগুলো সকলের নজরে আসার পরই সেগুলো মুছে দেয় মাধনগর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে, কে বা কারা শুক্রবার রাতের কোন এক সময় নলডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে জয় বাংলা স্লোগান লিখে রাখে। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের অন্যান্য স্থানের মতো নলডাঙ্গার আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতারা আত্মগোপনে চলে যান। এরপর থেকে তাঁদের প্রকাশ্যে কোন তৎপরতা ছিল না। শুক্রবার রাতের অন্ধকারে উপজেলার মাধনগর বাজার, মাধনগর ডিগ্রী কলেজ, এস. আই উচ্চ বিদ্যালয়, মাধনগর বাজারের প্রবেশমুখে, বাজেহালতি ব্রীজ, আনিচ মোড়, ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় দেয়ালে দেয়ালে জয় বাংলা স্লোগান লেখা হয়।...
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার যুবক
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আরিয়ান হাফিজ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা।আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার সূর্য নগর এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিয়ান হাফিজ সদর উপজেলার দয়াল নগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সূর্য নগর এলাকা যৌথ বাহিনী ও রাজবাড়ী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় আরিয়ান হাফিজ নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের বাড়িতে তল্লাশি করে বসত ঘরের মধ্যে থেকে একটি বিদেশি চাইনিজ পিস্তল, একটি ওয়ান শুটার গান, তাজা বুলেট ৪ রাউন্ড, একটি ম্যাগজিন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড তাজা বুলেট, একটি...
তারেক রহমানের পক্ষে পাইকগাছায় দুই সহস্রাধিক দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
পাইকগাছা (খুলনা)
হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছায় দুই সহস্রাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার ১৮ জানুয়ারির এ আয়োজনে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাক যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন প্রধান অতিথি ছিলেন। খুলনার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা বিএনপির সভাপতি ডা.আব্দুল মজিদ। বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, যশোর-৬ আসনের (কেশবপুর) ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ, পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বিএনপির নেতা শাহাদাত হোসেন ডাবলু, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, সন্তোষ কুমার দে, তুষার কান্তি মন্ডল, স ম নজরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, শহিদুল ইসলাম,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর