যোগদানের ১০ দিনের মাথায় বদলি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের চেয়ারম্যান অধ্যাপক ড. খোন্দকার কামাল হাসানকে। রোববার (১৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। ৮ জানুয়ারি যশোর শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হিসাবে তাকে পদায়ন করে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে, কামাল হাসানের স্থলে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ড. আসমা বেগমকে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক আদেশে এ নিয়োগ দেওয়া হয়েছে। ড. আসমা ঢাকার সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ড. খোন্দকার কামাল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা, আওয়ামী লীগের মন্ত্রীর আশির্বাদপুষ্ট, শেখ মুজিবুর...
যোগদানের ১০ দিনের মাথায় বদলি যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
অনলাইন ডেস্ক
সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএসভর্তি পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ৭২৯ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন। পাসের হার ৪৫.৬২ শতাংশ। আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এসব পরীক্ষার্থীদের মধ্যে এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। আরও বলা হয়, এবছর ভর্তি পরীক্ষার পাস নম্বর ছিল ৪০। অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায়...
জাবির ছাত্রী হলে বহিরাগত যুবক আটক, তদন্তে প্রশাসন
অনলাইন ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে আশরাফুল ইসলাম পারভেজ ওরফে যাযাবর পারভেজ (৩১) নামে এক বহিরাগত যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। জানা গেছে, পারভেজ নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীর সঙ্গে কপালে টিপ, প্লাজু এবং মুখে ঘোমটা পরে নওয়াব ফয়জুন্নেসা হলে প্রবেশ করেন। তার অস্বাভাবিক আচরণ এবং পোশাক দেখে সন্দেহ হলে শিক্ষার্থীরা সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। ফুটেজে পারভেজকে দেখা গেলে হল সুপার তার উপস্থিতি নিশ্চিত করেন এবং তাকে আটক করা হয়। আটকের পর, পারভেজ জানিয়েছেন, তিনি গাজীপুরের বাসিন্দা এবং ওই নারী শিক্ষার্থীর দীর্ঘদিনের বন্ধু। তিনি বলেন, আমরা লালন ভক্ত এবং দীর্ঘ সাত বছরের বন্ধুত্বের কারণে আমি এখানে এসেছি। তবে ওই শিক্ষার্থীর স্বামী...
সীমান্তে ভারতের তাণ্ডব, রাতে ঢাবিতে বিক্ষোভ
অনলাইন ডেস্ক
বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে প্রবেশ করে তাণ্ডব চালিয়েছে ভারতীয় নাগরিকরা। পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ করেছে বিএসএফ। এসব কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। শনিবার (১৮ জানুয়ারি) রাতে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতীয় আগ্রাসনকে রুখে দিতে বাংলাদেশের জনগণ সবসময় প্রস্তুত আছে ও থাকবে। সীমান্তে ভারত যে ধৃষ্টতা দেখাচ্ছে তার তীব্র প্রতিবাদ জানান তারা। তারা বলেন, হাসিনাকে জায়গা দিয়ে ভারত বাংলাদেশের সাথে বন্ধুত্বের নীতি লঙ্ঘন করেছে। এখন থেকে ভারতের সাথে বংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সীমান্তে যেকোনো প্রহসন রুখে দিতে দেশের জনগণ আর কোনো আপস করবে না বলেও মন্তব্য করেন তারা।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর