কিছুক্ষণ পরেই যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের। আর সেই আনন্দে রোববার এক বিশাল সমাবেশে হাজির হন তিনি। সাংস্কৃতিক পরিবেশনায় তিনি ডিসকো ব্যান্ড ভিলেজ পিপলের সদস্যদের সঙ্গে গানের তালে তালে নাচতে শুরু করেন। বিজয় সমাবেশে ট্রাম্পের সঙ্গে তার পরিবারের সদস্যরাও মঞ্চে যোগ দেন, যার মধ্যে ছিলেন ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক এবং এরিকের স্ত্রী লারা ট্রাম্প। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সোমবার দুপুরে ট্রাম্পের অভিষেকের আনুষ্ঠানিকতা শুরু হবে। তবে সেদিনের সমাবেশে ছিলেন টিকটকের সিইও শাউ জি চিউ। তবে সেখানে বসেই টিকটককে নিষেধাজ্ঞা থেকে রক্ষা করার জন্য নিজেকে কৃতিত্ব দেন ট্রাম্প। ট্রাম্প জানান, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি ঐতিহাসিক গতিতে কাজ করবেন। এছাড়াও দেশটিতে অভিবাসীদের অনুপ্রবেশ সূর্যাস্তের আগে...
অভিষেকের আনন্দে নাচলেন ট্রাম্প, তবে অভিবাসীদের দিলেন কড়া বার্তা
নিজস্ব প্রতিবেদক
মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের স্বাগত জানাতে পশ্চিম তীরে জনতার উল্লাস
অনলাইন ডেস্ক
ইসরায়েলি কারাগার থেকে সোমবার (২০ জানুয়ারি) ভোরে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের বহনকারী দুটি বাস পশ্চিম তীরের বায়তুনিয়া শহরে পৌঁছালে শত শত মানুষ উল্লাস করে, গাড়ীর হর্ন বাজিয়ে এবং শ্লোগান দিয়ে আনন্দ প্রকাশ করে তাদেরকে স্বাগত জানায়। ফিলিস্তিনের বায়তুনিয়া থেকে এএফপি এ খবর জানায়। রোববার থেকে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম দিনে চুক্তির অংশ হিসেবে ৯০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। বিনিময়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। সাংবাদিকরা জানান, মুক্তিপ্রাপ্তরা বাসের উপরে উঠে হামাসের পতাকা উত্তোলন করেন। তাদের সঙ্গে যোগ দেয় ফাতাহ, ইসলামিক জিহাদ এবং অন্যান্য ফিলিস্তিনি দলের পতাকা, সেইসঙ্গে ফিলিস্তিনি জাতীয় পতাকাও। অন্যদিকে বাসের ভেতরে মুক্তিপ্রাপ্ত কয়েকজন মহিলা বন্দীকে...
ভারতীয়রাও এলো বাধা দিতে, কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ
অনলাইন ডেস্ক
সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাধা দিয়েছে বাংলাদেশ। এবার নিজ দেশের নাগরিকদের বাধার মুখে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মূলত সীমান্তে ভারতের আইন-বহির্ভূত এই কর্মকাণ্ড রুখে দেওয়ার কাজে বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির পাশাপাশি ছিলেন সাধারণ বাংলাদেশিরাও। যার ফলে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়। আর এবার কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতীয়দের বিক্ষোভের মুখে পড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় ভারতীয়দের বিক্ষোভের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়ায় ভারত ও বাংলাদেশ সীমান্তে সংশ্লিষ্ট স্থানে কাঁটাতারের বেড়া...
ট্রাম্পের আশ্বাসে আবারও টিকটক চালু করল যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
আমেরিকায় ফের চালু হল টিকটক। আইনি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে বন্ধ হয়ে যাওয়া ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক আবারও চালু করল যুক্তরাষ্ট্র। দায়িত্ব নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের পর দেশটির ১৭ কোটি ব্যবহারকারীর জন্য টিকটক চালু করা হয়েছে। আজ সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এর আগে ট্রাম্প বলেছেন, দায়িত্ব নেওয়ার পর তিনি টিকটক নিষিদ্ধ করার আইন কার্যকর বিলম্বিত করতে নির্বাহী আদেশ জারির মাধ্যমে উদ্যোগ নেবেন। গত শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য বন্ধ হয়ে যায় টিকটক। এর আগে গত বছরের এপ্রিলে মার্কিন কংগ্রেসে পাস হওয়া চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার আইনটির বিষয়ে টিকটক, বাইটড্যান্স ও কিছুসংখ্যক ব্যবহারকারী চ্যালেঞ্জ করেন। কিন্তু টিকটক নিষিদ্ধ করার একটি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর