জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার প্রধান আসামি শেখ হাসিনার হেট স্পিচ (বিদ্বেষমূলক বক্তব্য) গণমাধ্যমে প্রচার না করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার (২২ জানুয়ারি) ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এই আহ্বান জানান। তিনি বলেন, আমরা দেখছি শেখ হাসিনা ভারতে বসে হেট স্পিচ (বিদ্বেষমূলক বক্তব্য) দিয়ে যাচ্ছেন। বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। সাক্ষীদের ভয়ভীতি দেখাচ্ছেন। বিচারকাজকে বাধাগ্রস্ত করার জন্য তিনি এসব করছেন। তাজুল ইসলাম বলেন, ইতিমধ্যে ট্রাইব্যুনালের আদেশ রয়েছে শেখ হাসিনার হেট স্পিচ প্রচার না করার। এর পরও দেখছি কিছু গণমাধ্যমে শেখ হাসিনার হেট স্পিচ প্রচার করছে। আমরা অনুরোধ করব তার হেট...
শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করার আহ্বান চিফ প্রসিকিউটরের
নিজস্ব প্রতিবেদক
জিয়াউল আহসানের আবেদন খারিজ
নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত অপরাধ বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের আবেদন খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার (২২ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেনচিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানিয়েছেন, চ্যালেঞ্জ খারিজের ফলে তার বিরুদ্ধে যথারীতি বিচার চলবে, তদন্ত চলবে। তাজুল ইসলাম বলেছেন,যেখানে আপনার হাইকোর্টে আইন চ্যালেঞ্জ করার ক্ষমতা নাই, সেখানে বিচারিক আদালতে একটা অদ্ভুত যুক্তি তুলে ধরে বলছেন যে, এই আইনটা বৈধ না, সুতরাং, এখানে আমার বিচার হতে পারে না। এটা...
আসিফ নজরুলের বক্তব্যের সংশোধনী দিল আইন মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক
ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের সংশোধনী দিল আইন মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের আইন উপদেষ্টা বলেন, আমরা শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য চিঠি দিয়েছি, চিঠির পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণের চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। এরপর আমরা বিশ্বসমাজে কী পদক্ষেপ নেব, তা ঠিক করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে এ বক্তব্যের সংশোধনীতে আইন মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে রেড এলার্ট জারির লক্ষে ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও পড়ুন হাসিনাকে ফেরত না দিলে ভারত চুক্তি লঙ্ঘন করবে: আইন উপদেষ্টা ২১ জানুয়ারি, ২০২৫...
সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে দুদকের মামলা
অনলাইন ডেস্ক
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, আজ তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। তিনি জানান, জাকির হোসেন অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ৮১ লাখ ১৪ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জন করে তা দখলে রেখেছেন। তিনি নিজ নামে ৯টি ব্যাংক হিসাবে ১৭ কোটি ৫৬ লাখ ১৯ হাজার ২৭৭ টাকা জমা এবং ১২ কোটি ৮৯ লাখ ১২ হাজার ৮১০ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এর হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর