রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা প্রদান নিয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ। সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। রানিং স্টাফদের অভিযোগ, ১৬০ বছর ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী মাইলেজ ভাতা মূল বেতনের অংশ হিসেবে গণ্য করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়া হতো। কিন্তু ২০২০ সালে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে মাইলেজকে টিএ খাতে স্থানান্তর করে দেওয়া হয়, যা নিয়ে তীব্র অসন্তোষ দেখা দেয়। ২০২১ সালে এ সুবিধা পুনর্বহাল চেয়ে রানিং স্টাফরা আন্দোলন শুরু করেন। সমিতির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান জানান, বারবার আশ্বাস সত্ত্বেও দাবি পূরণ হয়নি। তিনি বলেন, এটি ১৬০ বছর ধরে চলে আসা নিয়ম। হঠাৎ করে এটি বন্ধ করা...
মধ্যরাত থেকে বন্ধ হতে পারে রেল চলাচল
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে ৪ বিচারককে প্রত্যাহার
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের মুখে ৪ বিচারককে প্রত্যাহার করা হয়েছে। নিয়োগ বাণিজ্য, ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ বিচারকের অপসারণের দাবিতে রোববার দুপুর ২টা থেকে আদালত ঘেরাও ও মহাসড়ক অবরোধ শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৬ ঘণ্টা আন্দোলন চলার পর রাত ৮টায় ওই চার বিচারককে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হলে কর্মসূচি তুলে নেন ছাত্ররা। এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, বিচারকদের বিষয়ে কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে একটু সময়ের প্রয়োজন। তার পরও আইন মন্ত্রণালয়ের পর প্রধান বিচারপতিরও অনুমোদন প্রয়োজন হয়। এই প্রক্রিয়া চলছে। তবে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা আমাদের জানানো হয়েছে। সিদ্ধান্ত হলো ওই চার বিচারককে তাৎক্ষণিক প্রত্যাহার করা হচ্ছে। কাল থেকে তারা আর...
ছাদের কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি, গ্রেপ্তার সেই এসআই
অনলাইন ডেস্ক
ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় আলোচিত পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট। এসআই চঞ্চল সরকারকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। উল্লেখ্য, গত ১৯ জুলাই নির্মাণাধীন একটি ভবনের চারতলার রড ধরে ঝুলে ছিলেন আমির হোসেন (১৮) নামের একজন তরুণ।অসহায় অবস্থায় থাকার পরও তাকে লক্ষ্য পর পর ৬টি গুলি করে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরালও হয়েছে। সেই গুলি করা তরুণ বেঁচে আছেন। আজ তাকে গুলি করা ওই পাষাণ পুলিশকে গ্রেপ্তার করা হলো। সে সময় আমিরের দুই...
বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা
অনলাইন ডেস্ক
ভারতের কয়েকজন নাগরিক আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে গেছে। পরে আহাদ আলী নামে ওই ব্যক্তি মারা যান। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আহাদ ওই ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার ইউসুফ আলীর ছেলে। এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার জানান, রোববার দুপুরে জমি সংক্রান্ত বিষয়ে ভারতের নাগরিক হায়দায় আলীর সঙ্গে আহাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভারতের কয়েকজন নাগরিক আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম করে ৫ গজ ভেতরে ঢুকে আহাদকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায়। পরে স্থানীয়রা আহাদকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর