ছাত্রজীবন থেকে শুরু করে মাদারীপুরে দীর্ঘ ২৭ বছর ধরে বিভিন্ন মসজিদে ইমামতি করেছেন ক্বারী মুহাম্মদ সুলতান। বিয়ে করার পরে সন্তন হওয়ায় সংসারে নেমে আসে অভাব। পরে গুরুজনের পরামর্শে শহরের কোটের মোড়ে ভ্রাম্যমাণ দোকানে পুরী, সিঙ্গারা, আলুর চপ, বেগুনি পিঁয়াজু, ছোলা দিয়ে মুড়ি ভর্তা বিক্রি করে চলছে তার সংসার। এতে প্রতিদিন তার বিক্রি হয় চার থেকে পাঁচ হাজার টাকা। এ সকল খাবার বিক্রি করে সকল খরচ বাদে প্রতিমাসে আয় করেন অর্ধ লাখ টাকা। জানা যায়, মাদারীপুর পৌর শহরের পুরাতন কোটের মোড়ে ভ্রাম্যমাণ দোকান করেন বরগুনা জেলার পাথরঘাটা এলাকায় হাফেজ ক্বারী মুহাম্মদ সুলতান। স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে তার সংসার। লেখাপড়া শেষে ১৯৯০ সালে জীবনের তাগিদে চলে আসেন মাদারীপুরে। সন্তানরা বড় হচ্ছে। মসজিদ থেকে যতটুকু সম্মানী পেত তাতে সংসার চলা বড়ই দুষ্কর। পরে ২০১২ সালে গুরুজনদের...
ইমামতি করে চলে না সংসার, সিঙ্গারা-চপ বিক্রি করে মাসে আয় অর্ধলাখ টাকা
মাদারীপুর প্রতিনিধি

ঝিনাইদহে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় চৈতন্য পাল (৩৮) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। রোববার উপজেলার নওদাগা এলাকায় সকালে কালীগঞ্জ-জীবননগর সড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহত চৈতন্য পাল কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের কার্তিক পালের ছেলে। স্থানীয়রা জানান, সকালে উপজেলার ফাজিলপুর গ্রাম থেকে নিজের ভ্যানে চেপে কলা নিয়ে কোটচাঁদপুরে যাচ্ছিলেন ওই গ্রামের চৈতন্য পাল। পথিমধ্যে এলাঙ্গী গ্রামের মাঠে এলাকায় পৌঁছালে মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। সেসময় ভ্যান থেকে চালক চৈতন্যপাল ছিটকে পড়ে যায়। ওই সময় বাসটি তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে । এ তথ্য নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়।...
হবিগঞ্জে বিরল প্রজাতীর লজ্জাবতী বানর উদ্ধার
অনলাইন ডেস্ক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে একটি বিরল ও সংকটাপন্ন প্রজাতির লজ্জাবতী বানর (বেঙ্গল স্লো লরিস) উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১২ এপ্রিল) দুপুরে নালুয়া চা বাগানের এক চা শ্রমিকের বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়। সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ সূত্রে জানা গেছে, সকালে বাগানের এক শ্রমিক বনের দিক থেকে আসা এই লজ্জাবতী বানরটি দেখতে পান। পরে তিনি কৌশলে প্রাণীটিকে ধরে নিজের বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে সাতছড়ি বন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে বানরটি উদ্ধার করেন। উদ্ধার করা বানরটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ বছর, অর্থাৎ এটি একটি পূর্ণবয়স্ক প্রাণী। নিশাচর এই প্রাণীটি লাজুক বানর নামেও পরিচিত এবং এটি বাংলাদেশের ক্ষুদ্রতম বানর-জাতীয় প্রাণীদের অন্যতম। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, লজ্জাবতী বানর বা Nycticebus bengalensis আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ (IUCN)...
দুই স্থানে মিললো লাশের ৯ খণ্ড, প্রেমিকাসহ গ্রেপ্তার ২
অনলাইন ডেস্ক

সাভারে নিখোঁজ যুবকের কার্টন ভর্তি মরদেহের ৯ খণ্ড উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত দুজন রোকনুজ্জামান পলাশ (২৬) ও তার কথিত স্ত্রী সুমাইয়া আক্তার তৃষাকে (২৬)। তাদের ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল। এ ঘটনায় তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (১২ এপ্রিল) ঢাকা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। চলতি মাসের প্রথম দিকে কেরানীগঞ্জের দুই স্থানে দুটি কার্টন থেকে খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। এরপরে মুন্সিগঞ্জে আরেকটি কার্টনে মেলে আরও কিছু অংশ। পরবর্তীকালে পুলিশ নিশ্চিত হয়, মরদেহের খণ্ডগুলো সাভারেরমো. সাজ্জাদ ইসলাম সবুজ (২৬) নামে এক যুবকের। পিবিআইর তথ্যমতে, ফেসবুকে ফেক আইডিতে নিহত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর