কয়েকদিন আগে আল আমিন রহমান নামে একজন ফেসবুক পোস্টে লেখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ব্যবহৃত মাফলারের দাম ৮৬ হাজার ৫০০ টাকা। ‘ছিনিয়র সাংবাদিক খোকন’ নামের একটি পেজ থেকেও একই পোস্ট করা হয়। এভাবে গুজব ছাড়ানোটা ফেসবুকে বেশ হাস্যরসের সৃষ্টি করে।
গুজব ছড়ানো এসব পোস্ট প্রেস সচিব নিজেই তার ওয়ালে পোস্ট করেন এবং যেসব পোস্টে হাসির ইমোজির রোল পড়ে যায়।
আজ শনিবার সকালেও ওই মাফলার নিয়ে আরেকটি পোস্ট দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি লেখেন, ‘এটি বিখ্যাত এবং বিতর্কিত বারবেরি মাফলারটি আমি তার মূল মূল্য ৮৬ হাজার ৬০০ টাকা দিয়ে বিক্রি করব। কোনো ‘স্বৃতিদায়ী ব্যক্তি’ এটি কিনতে পারবে যদি তারা টাকা পাঠায় অভয়ারণ্য- বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে। অভয়ারণ্য আমার প্রিয় দাতব্য প্রতিষ্ঠানের একটি। (BAL সমর্থকদের জন্য, মূল্য হবে ৮৬ হাজার ৬০০ ডলার মাত্র। চিন্তা করবেন না, আপনার পরিচয় প্রকাশ করা হবে না)। আপনি ডেলিভারি পাবেন সম্পূর্ণ ডাবল ওয়াশিংয়ের পর!!’
news24bd.tv/আইএএম