জামালপুরে প্রশাসনের আশ্বাসে ৩১ ঘণ্টা পর গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার (৪ মার্চ) রাত ৯টার দিকে জামালপরু পৌরশহরের টাঙ্গাইল বাস স্ট্যান্ডের মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এরপর দূরপাল্লা যানবাহন চলাচল শুরু হয়। জামালপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন শুভ বাস শ্রমিক ও মালিকদের উদ্দেশ্য স্বাভাবিক সময়ের মত যান চলাচলের অনুরোধ করেন। পরিবহন নেতারা জানান, সড়কে নিরাপত্তা, ২ মার্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িতদের এবং গত সোমবার বাস শ্রমিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ধর্মঘটের ডাক দেয়া হয়। পরে বিভিন্ন সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে আজ এই সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা...
অবশেষে জামালপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
অনলাইন ডেস্ক

পীরগঞ্জে দুই আ.লীগ নেতা গ্রেপ্তার
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক মফিজুল হক সহ এক সাবেক ইউপি চেয়ারম্যান ও একজন আওয়ামীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সেনগাঁও ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক যুবলীগ ও কৃষকলীগ নেতা হারুন উর রশিদ পারুলকে সোমবার দিবাগত রাতে পৌর শহরের রঘুনাথপুরের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ গেটে থেকে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পাইলট উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক মফিজুল হককে এবং হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গয়া নাথ রায়কে খটশিংগা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বৈষম্যবিরোদী ছাত্র আন্দোলন দমাতে...
গোপালগঞ্জে নসিমন ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
অনলাইন ডেস্ক

গোপালগঞ্জে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী খন্দকার (৫৫) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার উলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সাহেব আলী খন্দকার নড়াইল জেলার নড়াগাতি থানার যোগানিয়া গ্রামের মাহবুব আলী খন্দকারের ছেলে। সে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। ওসি মির মো. সাজেদুর রহমান জানান, আজ সকালে ব্যবসায়ীক কাজে যোগানিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকা যান সাহেব আলী। কাজ শেষে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পৌঁছালে বিপরীতমুখি দ্রুতগামী একটি নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে সে মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ...
চট্টগ্রাম বন্দরে দুই বিদেশি জাহাজের সংঘর্ষ
অনলাইন ডেস্ক

চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙর এলাকায় দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে কনটেইনারবাহী একটি জাহাজের আংশিক ক্ষতি হয়। পরে বন্দরের ৪টি টাগবোটের সহায়তায় সাড়ে ৪টার দিকে জাহাজটি দুটিকে নিরাপদে সরিয়ে ফেলা হয়। দুর্ঘটনার কবলে পড়া জাহাজ দুটি হল- অয়েল ট্যাংকার এমটি রিনে এবং কনটেইনারবাহী ইয়াং ইউই-১১। এরমধ্যে এমটি রিনে বেলিজের পতাকাবাহী এবং ইয়াং ইউই-১১ পানামার পতাকাবাহী। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক গণমাধ্যমকে জানান, অয়েল ট্যাংকারটি নোঙর করা অবস্থায় ছিল। কনটেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে অয়েল ট্যাংকারটির নোঙরের ক্যাবলের সঙ্গে অপরটির প্রোপেলার আটকে যায়। খবর পেয়ে বন্দরের টাগবোট কান্ডারি ১০, কান্ডারি ৪, বিএলভি লুসাই এবং পাইলট ভেসেল ঘটনাস্থলে প্রেরণ করা হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর