কুড়িগ্রামের রৌমারী সীমান্ত থেকে ফরহাদ হোসেন সাদ্দাম (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার দাঁতভাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় গরুটি জব্দ করা হয়েছে। আটক সাদ্দাম উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর গ্রামের আফতার হোসেনের ছেলে । জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক শামছুল হক শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে গ্রপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। শামছুল হক বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টায় রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৫৪ নম্বর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খেতারচর এলাকা থেকে ফরহাদ হোসেন সাদ্দাম নামের এক চোরাকারবারিকে আটক করে দাঁতভাঙ্গা বিওপির টহলরত সদস্যরা। আরও পড়ুন...
সীমান্ত থেকে সাদ্দাম গ্রেপ্তার করলো বিজিবি
অনলাইন ডেস্ক
তারেক রহমানকে ধন্যবাদ দিলেন আজহারি
অনলাইন ডেস্ক
তাফসির মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারি। বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই, উনি সংবাদ শোনামাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে বহিষ্কার করেছেন। যেকোনো দলে এই প্র্যাকটিস থাকা দরকার। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে চট্টগ্রামের প্যারেড ময়দানে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে তিনি এ ধন্যবাদ জানান। এ ইসলামি স্কলার বলেন, আমরা চাঁদাবাজমুক্ত, জুলুমমুক্ত, ফ্যাসিজমমুক্ত, গুম-খুন মুক্ত বাংলাদেশ চাই। আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই। আমাদের নীরবতা ও নিশ্চুপ থাকাই জালিমদের আরও শক্তিশালী জালিম বানিয়েছে। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুতদারি এ সবকিছু একসঙ্গে প্রতিরোধ করতে হবে। মানবিক সমাজ যদি চাই, তাহলে অবশ্যই প্রতিরোধ...
ইজতেমার দ্বিতীয় দিনে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে
গাজীপুর প্রতিনিধি
বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে। শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন করা হয়। শুরায়ে নেজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিবারের ন্যায় এবারও ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান। এর আগে, শনিবার বাদ যোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের কাছ থেকে তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা পাঠ করা হয়। বয়ান শেষে ওই সব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়।...
ধরাছোঁয়ার বাইরে নরসিংদীর কারাগারের ১৮১ কয়েদি
মো. হৃদয় খান, নরসিংদী:
স্বৈরাচারী সরকারের পতনের আগে ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কারাগার থেকে পালিয়ে যায় ৮২৬ জন কয়েদি, লুট করা হয় ৮৫ টি আগ্নেয়াস্ত্র ও ৭ হাজার গোলাবারুদ। পলাতক বন্দীদের মধ্যে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ১৮১ জন। লুট করা ৫৬ টি অস্ত্র উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি ২৯ টি আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজারের বেশি গুলি। কয়েদিদের পাশাপাশি লুট হওয়া অস্ত্র ও গুলি বাইরে থাকায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। স্থানীয়রা জানায়, একইসাথে অপরাধী ও অস্ত্র বাইরে রয়েছে। এ অস্ত্র দিয়ে যে কোনো সময় যে কোনো অপরাধ সংগঠিত হতে পারে। দ্রুত এদের কারাগারে ফিরিয়ে আনার পাশাপাশি অস্ত্র উদ্ধার করা জরুরি হয়ে পড়েছে। নরসিংদী জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল জানান, হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কারাগারের পরিত্যক্ত ভবনকে আপাতত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর