সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫১ পরীক্ষার্থী। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) শাবিপ্রবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় বি ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ) এবং একইদিন বেলা তিনটায় এ ইউনিটের (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা দেশের পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। রফিকুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৬৭১ আসনের বিপরীতে ৮৬ হাজার ৩৮০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে এ-১ ইউনিটে (বিজ্ঞান শাখা) ৯৫৫ আসনের বিপরীতে আবেদন...
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৫১ শিক্ষার্থী
অনলাইন ডেস্ক
মধ্যরাতে জাবিতে ইন্টারনেট কর্মচারীর রহস্যজনক মৃত্যু
অনলাইন ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হল এলাকায় এক ইন্টারনেট কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম প্রীতম, তিনি মাস্টারনেট ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে হলের পাশে প্রীতমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন কর্মচারী ও শিক্ষার্থীরা। তাঁকে দ্রুত সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। প্রীতম ও তাঁর সহকর্মীরা রাতের বেলায় হলে ইন্টারনেট সার্ভিসিংয়ের কাজ করছিলেন। সহকর্মীদের তথ্য অনুযায়ী, তিনি হলের এ-ব্লকের চারতলার ছাদে লেজার সংযোগের কাজ করছিলেন। রাত ১১টার দিকে সহকর্মীদের ফোন করে জানান, দুটি লেজার সার্ভিসিং শেষ করেছেন, দুটি বাকি রয়েছে। এরপর তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি। খোঁজাখুঁজির পর হলের পেছন থেকে...
তিতুমীর শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা মন্ত্রণালয়ে নতুন বিবৃতি
অনলাইন ডেস্ক
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা আদায়ে সময় বেঁধে দিয়ে আন্দোলন করার যৌক্তিকতা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানায়। জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয় বা কলেজের সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়, এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। এই মর্মে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, ঢাকার ঐতিহ্যবাহী সাতটি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির...
কুয়েটে ছাত্রলীগের ১০ নেতাকর্মী আজীবন বহিষ্কার
খুলনা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ে (কুয়েট) ১০ ছাত্রকে আজীবন বহিষ্কার ও ৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে চারজনের বিএসসি ইঞ্জিনিয়ারিং সনদ বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে নির্মম নির্যাতন এবং পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। সোমবার (৩ ফেব্রুয়ারি) কুয়েটের ছাত্র-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ। আজীবন বহিস্কৃতরা হলেন- ছাত্রলীগের কুয়েট শাখার সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, ছাত্র রায়হান আহমেদ, সাদ আহমেদ, সাজেদুল কবির, আদনান রাফি, রিজুয়ানুল ইসলাম রিজভী,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর