অভিযান চালিয়ে অবৈধ কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটির লংগদু রাজনগর ৩৭ ব্যাটালিয়ন। উদ্ধার কাঠের সবগুলো গামারি। যার বর্তমান বাজার মূল্য ২ লাখ ১৩ হাজার টাকা। বুধবার সকালে লংগদু উপজেলার গভীর জঙ্গল থেকে এসব কাঠ জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটির লংগদু রাজনগর ৩৭ ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ হাসান ও সহকারী পরিচালক মো. নাজমুল হোসেনের বিজিবির একটি বিশেষ দল অভিযানে নামে। এসময় কাঠ পাচারকারীর একটি চক্র অবৈধভাবে জঙ্গলে গামারি কাঠ কেটে জমা করছিল। এসময় বিজির তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে অবৈধ কাঠ পাচারকারী চক্রটি পালিয়ে যায়। পরে বিজির ওই বন থেকে প্রায় ১৪২ সিএফটি অবৈধ গামারি কাঠ জব্দ করে। রাঙামাটির লংগদু রাজনগর ৩৭...
রাঙামাটিতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
শেরপুরের ৩ আসনে জামায়াতের প্রার্থীর নাম ঘোষণা
শেরপুর প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য শেরপুরের ৩ আসনে জামায়াতে ইসলামী তাদের প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি গোলাম কিবরিয়া। প্রার্থীরা হলেন, শেরপুর-১ (সদর) আসনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য গোলাম কিবরিয়া এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মো. নুরুজ্জামান বাদল। news24bd.tv/এআর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
কুমিল্লার বুড়িচং উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা মো. সোলেমানকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার ভরাসার বাজার থেকে বুড়িচং থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সোলেমানের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলার পাশাপাশি ডাকাতি, হত্যা, চাঁদাবাজি ও মাদকের একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ষোলনল ইউনিয়নের ভরাসার বাজার এলাকা থেকে তাকে আটক করে। ওসি আরও জানান, সোলেমান দীর্ঘদিন ধরে ষোলনল ইউনিয়নে ভয়ভীতি ও সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। তার কারণে পুরো ইউনিয়ন আতঙ্কের মধ্যে ছিল। তার বিরুদ্ধে বুড়িচং থানায় চাঁদাবাজি ও হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। এ ছাড়া...
স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী
অনলাইন ডেস্ক
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিয়েছেন স্বামী। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন তার স্ত্রী তামান্না (ছদ্মনাম) গোপনে একই গ্রামের আনোয়ার নামক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন। যদিও তার হাতে কোনো প্রমাণ ছিল না। কিন্তু গত সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে খোরশেদ তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হলে খোরশেদ নিজের সিদ্ধান্তে স্ত্রী তামান্নাকে প্রেমিক আনোয়ারের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। গড়েয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রউফ জানান, তামান্না ও আনোয়ারের সম্পর্ক নিয়ে গ্রামে বহু সালিসি সভা হয়েছে, তবে প্রমাণের অভাবে কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তবে এই ঘটনায়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর