কক্সবাজারের উপকূলবর্তী সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে অভিযান চালিয়ে ১৮ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ অভিযানে লুট করা বিপুল পরিমাণ মাছসহ এফবি মায়ের দোয়া ১৭৯ নামের একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। কোস্টগার্ড ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের কাছে সাগরে মাছ ধরার সময় একদল জলদস্যু একটি ট্রলারে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে জেলে বেলালকে আঘাত করে এবং অন্যান্য জেলেদের হত্যার হুমকি দিয়ে ট্রলার থেকে মাছ, মোবাইল ও নগদ টাকা লুট করে। পরে ট্রলারের ইঞ্জিন ভেঙে দিয়ে পালিয়ে যায়। আক্রান্ত জেলেরা ৯৯৯-এ কল করলে অন্য একটি ট্রলার গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনার পরপরই কোস্টগার্ড অভিযান চালিয়ে জলদস্যুদের আটক করে। জব্দকৃত মাছগুলো কক্সবাজার সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পালের...
কক্সবাজার উপকূলে লুটকরা মাছসহ ১৮ জলদস্যু আটক
অনলাইন ডেস্ক
![কক্সবাজার উপকূলে লুটকরা মাছসহ ১৮ জলদস্যু আটক](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738941980-a1c3db42e81c060cd4e7de330a0a6c40.jpg?w=1920&q=100)
রংপুরে তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
গঙ্গাচড়া প্রতিনিধি
![রংপুরে তুলা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738940891-aa7b8c3bb34444049eea0a572e2ad88b.jpg?w=1920&q=100)
রংপুরের বুড়িহাট বাজারে একটি তুলা কারখানাসহ ৪টি ঔষধের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করেছে স্থানীয়রা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, তুলার কারখানার পাশে একটি ৪ তলা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানে ক্রেন দিয়ে নিচ থেকে নির্মাণ সামগ্রীর মালামাল ছাদে তোলার সময় পাশে থাকা বিদ্যুতের তারের সঙ্গে ক্রেনটি বেঁধে গেলে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর পাশে থাকা তুলার কারখানাটিতে আগুন লেগে যায়। বুড়িরহাট বাজারে হোমিও চিকিৎসক আবদুল হাকিম বলেন, আমরা দেখতেছি একটি বালুর ট্রাক থেকে ক্রেন দিয়ে ছাঁদের উপরে বালু তোলা হচ্ছে এমন সময় ক্রেনটি পাশে থাকা বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে যায়। ফলে তাৎক্ষনিক ভাবে সেখানে আগুন লেগে যায়। সাথে সাথে...
ফেনী-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
ফেনী প্রতিনিধি
![ফেনী-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738940776-d52c1a4340bbd5ef793e69c530463071.jpg?w=1920&q=100)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। জামায়াতের নীতিনির্ধারণী বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী ছালেহ উদ্দিন। সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি দাগনভূঞা আতাতুর্ক মডেল হাই স্কুল মাঠে জামায়াত ইসলামীর আমীরের পথসভা শেষে ফেনী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান দলীয় প্রার্থী হিসেবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল ড. ফখরুদ্দিন মানিকের নাম ঘোষণা করেন। news24bd.tv/এআর
খুলনায় ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ গ্রেপ্তার ২
অনলাইন ডেস্ক
![খুলনায় ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ গ্রেপ্তার ২](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738940107-4102d5cf9b0b2c6f1aa6b0da393f8708.jpg?w=1920&q=100)
খুলনার সোনাডাঙ্গা থেকে ৯ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আউটার বাইপাস সড়কের কফি হাউজের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের একজন রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে। আটকরা হলেন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মোজার মিয়ার ছেলে তৌহিদুল করিম (২৫) এবং যশোরের কেশবপুর থানার মো. শহিদুল ইসলাম খানের ছেলে ইমরান খান (৩১)। পুলিশ জানিয়েছে, তৌহিদুল করিমের জাতীয় পরিচয়পত্র ভুয়া। এক সংবাদ সম্মেলনে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কুতুব উদ্দিন জানান, তারা নিউ বলেশ্বর নামের একটি পরিবহনে যশোরের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাদের আদালতে পাঠানো হতে পারে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর