জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত-শিবিরের ব্যাপারে চোখ রাঙাবেন না। আমরা এদেশের মানুষ, আপনারাও এদেশের মানুষ। অনেকেই দালালি করেন আমরা করি না। বাংলাদেশ কারো বাপের দেশ নয়, কারো পারিবারিক সম্পত্তি নয়, ১৮ কোটি মানুষের বাংলাদেশ। ২০ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। মানুষ আশা করে এবার মানুষ ভোট দেবে, প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেন কোনো প্রকারে নির্বাচনে ক্ষমতায় আসতে কাউকে দেবে না জনগণ। আগামী দিনে ১৮ কোটি মানুষ দেশ পরিচালনা করবেন। শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় শহরের শহীদ টিটু মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত নেতা বলেন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচন...
২ সহস্রাধিক সাবেক শিবির নেতৃবৃন্দের অংশগ্রহণে বগুড়ায় প্রীতি সমাবেশ
বগুড়া প্রতিনিধি

টাঙ্গাইলে প্রেমের বলি কিশোর রাসেল
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় পরিবারের মধ্যে শোকের মাতম চলছে। পরিবারের সদস্যরা এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করছেন। পরিবার ও স্থানীয়দের অভিযোগ প্রেমের বলি হয়েছেন রাসেল। এদিকে এ ঘটনায় নিহতের ভাই বুধবার (২ এপ্রিল) রাতে আত্মহত্যা পরোচণার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। মামলার পরে বৃহস্পতিবার দুপুরে প্রেমিকা জিনিয়া আক্তার তমাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। নিহত রাসেল (১৫) সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকার চান মিয়ার ছেলে। প্রেমিকা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকার জহিরুল ইসলামের মেয়ে জিনিয়া আক্তার তমা। সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহতের বাসার পাশেই প্রেমিকা জিনিয়া আক্তার তমার বাসা। স্থানীয় লোকজন নিহতের ছেলের বাসায় ভিড় করছেন। নিহতের পরিবারের সদস্যরা এমন...
স্নান উৎসব ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
নিজস্ব প্রতিবেদক

হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ তীর্থ মহাষ্টমী স্নান উৎসব আজ। এ উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ কাঁচপুর থেকে মেঘনা সেতুর টোলপ্লাজা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে লাখ লাখ মানুষের আগমনের কারণে এ যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এদিকে যানজটে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে যাওয়া যাত্রীরা। জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর, জাঙ্গাল, লাঙ্গলবন্দসহ কয়েকটি পয়েন্টে পুণ্যার্থীরা যানবাহন থেকে নেমে রাস্তা পারাপারের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। পুণ্যার্থীদের আগমনের কারণে মহাসড়কে ভোর থেকেই যানবাহনের চাপ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। সরেজমিনে দেখা গেছে, তীব্র যানজটের কারণে অধিকাংশ যাত্রীকে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। অনেকেই আবার তীব্র যানজটের কারণে...
সিরাজগঞ্জে সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুরে ফেরিঘাট বালুর পয়েন্টে শ্যালো ইঞ্জিন চালিত সেচ পাম্পে গোসল করতে যাওয়ায় আশিক (১৪) নামে এক কিশোরকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও ছেলের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মো. আশিক হোসেনপুর ওয়াপদাবাঁধ এলাকার লাল হোসেনের ছেলে। অভিযুক্ত বাবা-ছেলে হলো- পৌর শহরের হোসেনপুর বউ বাজার এলাকার আল-আমিন ও তার ছেলে রিফাত। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, শুক্রবার দুপুরে আল-আমিনের সেচ পাম্পে গোসল করার জন্য যায় আশিক। এ সময় আল-আমিন ও তার ছেলে রিফাত হোসেন গোসল করতে নিষেধ করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আশিকের ঘাড়ে বাঁশ দিয়ে সজোরে আঘাত করে বাবা ও ছেলে। এতে ঘটনাস্থলেই আশিক মারা যায়। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর