শিশুদের পানিতে পড়ে মৃত্যুর ঘটনা প্রতিরোধে নোয়াখালী জেলা বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাধ্যমিক পড়ুয়াদের সাথে সচেতনামূলক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী জেলার উপকূলীয় অঞ্চল সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নে, পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের সঙ্গে শিশুদের পানিতে পড়া প্রতিরোধে নিজেদের পরিবারে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের মাঝে আলোচনা শেষে সচেতনতামূলক শপথ বাক্য পাঠ করানো হয়। শুভসংঘের নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় এবং উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন নোয়াখালী এর সভাপতি মো. আব্দুল বারী বাবলু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূর্ব চরবাটা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ সালেহ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন...
শিশুদের পানিতে পড়া রোধে শিক্ষার্থীদের সাথে সচেতনামূলক গণসংযোগ নোয়াখালী জেলা শুভসংঘের
নোয়াখালী প্রতিনিধি
![শিশুদের পানিতে পড়া রোধে শিক্ষার্থীদের সাথে সচেতনামূলক গণসংযোগ নোয়াখালী জেলা শুভসংঘের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739257128-6a81bba4257b38f75482df8b5642c8dc.jpg?w=1920&q=100)
অপারেশন ডেভিল হান্ট: যুবলীগের শীর্ষ সন্ত্রাসী ফারুক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
![অপারেশন ডেভিল হান্ট: যুবলীগের শীর্ষ সন্ত্রাসী ফারুক গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739256846-d8db8ec775e36a8bd1f199c1e5060085.jpg?w=1920&q=100)
রংপুরে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট-এ যুবলীগের শীর্ষ সন্ত্রাসী মো. ফারুক হোসেন (২৮) গ্রেপ্তার হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি রাত ১১টায় রংপুরের লালবাগের খামার মোড় এলাকা থেকে কোতোয়ালী থানার ওসি আব্দুর রশিদের নেতৃত্বে গোপন অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব খড়িবাড়ী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে অন্যতম উত্তরা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে শাহাদাতবরণ করা জসিম হত্যাকাণ্ডের মামলা, যেখানে সে অন্যতম আসামি। এলাকায় যুবলীগের সভাপতি পদপ্রার্থী হিসেবে আলোচিত ফারুক দীর্ঘদিন ধরে নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী...
কচুরিপানার ভেতর মিললো দিনমজুরের মরদেহ
মুন্সিগঞ্জ প্রতিনিধি
![কচুরিপানার ভেতর মিললো দিনমজুরের মরদেহ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739255793-87de51bb77a54f0d52d84afc25aba7f2.jpg?w=1920&q=100)
নিখোঁজের ১০ দিন পর মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুরে কচুরিপানার ভেতর লুকানো অবস্থায় এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শামসুল হাওলাদার (৪০)। লাশের পাশে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলার শ্রীনগর উপজেলার ব্রাহ্মনখোলা গ্রামের মজিদ খানের বাড়ির পাশের পুকুর পাড় থেকে দিনমজুরের লাশ উদ্ধার হয়। নিহত শামসুল হাওলাদার জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল গ্রামের মনু হাওলাদারের ছেলে। এর আগে গত গত ৩১ জানুয়ারি নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন ওই দিনমজুর। সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার ইমরান খান জানান, দিনমজুর নিখোঁজের ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করেছিলো তার পরিবার। তিনি আরও জানান, পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে রহিমা আক্তার নামে এক নারীসহ ২ জনকে আটক করা হয়।...
থানার সামনে টিকটক করে আটক আওয়ামী লীগ নেত্রী
অনলাইন ডেস্ক
![থানার সামনে টিকটক করে আটক আওয়ামী লীগ নেত্রী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739254919-5836505acdf8e9e8b84d20df415f0989.jpg?w=1920&q=100)
নাটোরের বড়াইগ্রাম থানার সামনে নেচে টিকটক ভিডিও বানানো সেই আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। আটক আওয়ামী লীগ নেত্রীর নাম শিউলী খাতুন (৪২)। আটক শিউলী খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। সম্প্রতি, শিউলী খাতুন থানার ভেতরে মূল ভবনের গেটের সামনে বলি ও দারোগা, পেয়েছি মুখ, তোমার পুলিশ ফেঁসেছে-পরান আমার ভালবেসেছে গানের তালে তালে নেচে টিকটক ভিডিও ধারণ করেন। তবে এ সময় সেখানে কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি। পরে সেই ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে প্রচার করেন এবং তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর