নরসিংদীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে অনন্ত কুমার ধর (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীমর নেতৃত্বে জেলা পুলিশের চৌকস একটি দল মনোহরদী উপজেলার রামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলার নাগরিক প্রবাসী নামক পেজ থেকে সাধাসিধে জীবনযাপনই ছিলো নবীজির পছন্দের শীর্ষক একটি পোস্ট করা হয়। গ্রেপ্তার অনন্ত কুমার তার পরিচালিত একটি ভুয়া আইডি থেকে সেখানে কটূক্তিমূলক মন্তব্য করেন। মন্তব্যের মাধ্যমে মহানবী (সা.) কে অনন্ত অসম্মান ও অপমান করেছেন বলে অভিযোগ ওঠার পর তার গ্রেপ্তার ও বিচার দাবিতে ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় শতাধিক ব্যক্তি মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময়...
ফেসবুকে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
![ফেসবুকে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739278614-9534cafcfeafdc044adf1f90b47b3e8d.jpg?w=1920&q=100)
নোয়াখালীতে ট্রাকচাপায় প্রতিবন্ধী নারীর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
![নোয়াখালীতে ট্রাকচাপায় প্রতিবন্ধী নারীর মৃত্যু](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739277603-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। পুলিশ তাৎক্ষণিক নিহত নারীর পরিচয় জানাতে পারেনি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবীবপুর গ্রামের কোম্পানীগঞ্জ টু দুধমুখা সড়কের মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। স্থানীয়রা জানান, ওই নারী পাগলের বেশে এলাকায় ঘোরাফেরা করতেন। মঙ্গলবার সকালে কোম্পানীগঞ্জ-দুধমুখা সড়কের মোল্লা বাড়ির সামনে একটি বেপরোয়া গতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার...
কুড়িগ্রামে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
অনলাইন ডেস্ক
![কুড়িগ্রামে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739277538-8688c8abad8de116bf93af6aca985fbb.jpg?w=1920&q=100)
বিজিবির জোরালো প্রতিবাদের মুখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাঁশজানি সীমান্তে শূন্য রেখায় স্থাপিত সিসি ক্যামেরা অপসারণের সীদ্ধান্ত নিয়েছে বিএসএফ। বুধবার (১১ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এর আগে, মঙ্গলবার সকাল ১১টায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্তে শূন্য রেখায় ভারতীয় বিএসএফ কর্তৃক সিসি ক্যামেরা স্থাপনের জেরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাঁশজানি সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ২ ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান। বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার মনোজ। দীর্ঘ বৈঠকে সিসি ক্যামেরা...
পৃথিবীর আলো না দেখেও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন বিলকিস
আব্দুস সালাম বাবু, বগুড়া
![পৃথিবীর আলো না দেখেও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন বিলকিস](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739277161-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg?w=1920&q=100)
বিলকিস খাতুন। বগুড়ার সারিয়াকান্দির দেবডাঙ্গা কালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছেন। তার পাঠদান পদ্ধতিতে খুশি শিক্ষার্থীরা। সহকর্মীরাও তাকে জানাচ্ছেন সাধুবাদ। কিন্তু বিলকিস খাতুন একজন দৃষ্টিপ্রতিবন্ধী। জন্মের পর পৃথিবীর আলো না দেখলেও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন তিনি। দৃষ্টিপ্রতিবন্ধী ভাইয়ের সহযোগিতা আর নিজের অদম্য ইচ্ছায় উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন বিলকিস খাতুন। দৃষ্টিপ্রতিবন্ধী হয়েও তার সফলতা সমাজে অন্যদের জন্য অনন্য উদাহরণ। কীভাবে প্রতিকূলতার মধ্য নিজেকে প্রতিষ্ঠিত করা যায় তা দেখিয়ে দিয়েছেন বিলকিস খাতুন। সরেজমিনে দেখা যায়, শ্রেণিকক্ষে পাঠদান করছেন বিলকিস খাতুন। সাদা বইয়ের পাতায় কোনো অক্ষর নেই, শুধু কিছু ডট রয়েছে। ডটগুলোতে আঙ্গুলের সাহায্যে অনুভব করে বিলকিস খাতুন যা বলছেন তা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর