রাজধানীর কবি নজরুল সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ আয়োজনে কবি নজরুল সরকারি কলেজ বিএনসিসি কন্টিনজেন্টের একদল চৌকস ক্যাডেট দ্বায়িত্ব পালন করেন। কলেজের সকল ডিপার্টমেন্টের মার্চ-পাস্ট অনুষ্ঠিত হয়, উক্ত মার্চ-পাস্টে কমান্ডার হিসেবে দ্বায়িত্ব পালন করেন ক্যাডেট ইনচার্জ সার্জেন্ট মো. হাসিবুল ইসলাম। প্রতিযোগিতায় ক্যাডেটদের সার্বিক দিকনির্দেশনা দেন প্লাটুন কমান্ডার পিইউও মোছা. নুরুন নাহার, কোম্পানি কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট আবু জাফর আহমেদ। প্রতিযেগিতায় প্রধান অতিথি হিসেবে আসন ও সালাম গ্রহণ করেন অধ্যক্ষ মো. হাবিবুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ মো. হায়দার মিঞা, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মিল্কি আমাতুল মুগনীসহ শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী-কর্মকর্তাগণ।...
কবি নজরুল সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত
![কবি নজরুল সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/11/1739292353-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন ৩০ গণমাধ্যমকর্মী
নিজস্ব প্রতিবেদক
![লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেলেন ৩০ গণমাধ্যমকর্মী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739191382-8743232171c06321c35c551a8a262522.jpg?w=1920&q=100)
কসমেটিকস, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার খাত নিয়ে প্রতিবেদন করে লিলি মিডিয়া ফেলোশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন ৩০ জন গণমাধ্যমকর্মী। এই ফেলোশিপের আওতায় তিন ক্যাটাগরিতে সেরা হয়েছেন তিনজন। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক সমকাল এর জসিম উদ্দিন বাদল, অনলাইন ক্যাটাগরিতে জাগো নিউজ ২৪ ডটকম এর ডিএম নাজমুল হোসাইন এবং টেলিভিশন ক্যাটাগরিতে আরটিভির সেলিম মালিক। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের (ডিএনসিআরপি) মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত গণমাধ্যমকর্মীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং পুরস্কারের অর্থ তুলে দেন অতিথিরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। তিনি বলেন, বাজারে ভেজাল পণ্য রোধ এবং ভোক্তা স্বার্থ...
১০ ফেব্রুয়ারি: ইতিহাসে আজকের এই দিনে যা ঘটেছিল
অনলাইন ডেস্ক
![১০ ফেব্রুয়ারি: ইতিহাসে আজকের এই দিনে যা ঘটেছিল](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/10/1739151018-8ebe9557b36d00e0a970d05dbf618307.jpg?w=1920&q=100)
আজ সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।১০ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪১তম দিন। বছর শেষ হতে আরো ৩২৪ (অধিবর্ষে ৩২৫) দিন বাকি রয়েছে। ঘটনাবলি: ১৭৬৩ - ফ্রান্স গ্রেট বৃটেন এবং স্পেনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাত বছরের একটি যুদ্ধের পরি সমাপ্তি ঘটে। ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় জাপান। ১৯৭৪ - স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়। ১৯৭৯ - ইমাম খোমেনী (রহ:) এর নেতৃত্বে ইরানে ইসলামী বিপ্লবের চূড়ান্ত বিজয় সম্পন্ন হয় এবং আড়াই হাজার বছরের রাজতন্ত্রের উচ্ছেদ করা হয়। ১৯৯৬ - আইবিএম সুপার কম্পিউটার ডীপ ব্লু ১ম বারের মতো দাবা খেলায় গ্যারী কাসপারভকে পরাজিত করে। ২০১২ - সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও...
'শীত-ফাগুনের আড্ডা'
অনলাইন ডেস্ক
!['শীত-ফাগুনের আড্ডা'](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/09/1739109354-cd0d165e9302c73978d21d8cbf01c48a.jpg?w=1920&q=100)
মার্কেটারস ইনস্টিটিউট বাংলাদেশের (এম আই বি) আয়োজনে মেম্বারস মিট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) গুলশানের ক্লাব ৮৯-এই আয়োজনটি করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম আই বি-এর পুরাতন ও নতুন সদস্যরা। অনুষ্ঠানে সকল সদস্যদের পারস্পরিক পরিচয় এবং সম্পর্ক তৈরির পাশাপাশি ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এম আই বির নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ডক্টর মো শরীফুল ইসলাম দুলুর সঞ্চালনায় প্রাণবন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দ আলমগীর, আশরাফ বিন তাজ, মোহাম্মদ মোফাচ্ছেল হক, দেওয়ান রাশেদুল হাসান, প্রফেসর মিজানুর রহমান শেলী, রাফিক হাসান, এনামুল হক, মো. মোস্তফাজ্জামান মিজান এবং এম এ হানিফ সহ ৫২টি প্রতিষ্ঠানে কর্মরত মার্কেটারসরা। ২য় পর্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর