মাদারীপুরে শিবচরে ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক সাগর সরদার (৩৫) নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত সাগর সরদার বুধবার শিবচর বাজারের দোকানে টিন পৌঁছে দিয়ে নছিমন নিয়ে বিকেলে ৫টার দিকে শরীয়তপুর ফিরছিলেন। তার নছিমনটি দ্বিতীয়খন্ড ইউনিয়নের নদীর পাড় এলাকায় আসলে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সাগর সরদার নছিমন থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাগর সরদার শরীয়তপুর জেলা পালং উপজেলা রুদ্রকর গ্রামের কুদ্দুস সরদারের ছেলে। খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিবচর থানার ওসি মো. রতন শেখ (পিপিএম) বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে...
মাদারীপুরের শিবচরে ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত ১
অনলাইন ডেস্ক
![মাদারীপুরের শিবচরে ট্রাক-নছিমন সংঘর্ষে নিহত ১](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739374833-18bbb93696441bf9e5ec447d7381aeaa.jpg?w=1920&q=100)
ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার
![ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739373685-b12ff20cac1a0f164756073b3f361152.jpg?w=1920&q=100)
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে শহরের কাউতলী স্টেডিয়াম এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি পুলিশ) কনস্টেবল মো. শাখাওয়াত হোসেন (২৯) ও কনস্টেবল মো. সোহরাব হোসেন (৩০)। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় জেলা গোয়েন্দা পুলিশের দুই সদস্যের বাসায় অবৈধভাবে গোলাবারুদ সংরক্ষিত আছে। এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি টিম কাউতলী স্টেডিয়াম এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের বাসা থেকে অবৈধভাবে রাখা শটগানের ৬৭ পিস কার্তুজ, ২৭টি ভারতীয় শাড়ি ও একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলসহ তাদের দুইজনকে...
কাফির পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনী
অনলাইন ডেস্ক
![কাফির পরিবারের পাশে দাঁড়াল সেনাবাহিনী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739373407-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনা সদস্যরা আশ্বস্ত করেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত তদন্ত করে আইনের আওতায় আনা হবে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে কাফির আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেন উপজেলার পায়রা আর্মি ক্যাম্পের সদস্যরা। এ সময় তারা কাফি ও তার পরিবারকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পটুয়াখালীর কলাপাড়ায় নুরুজ্জামান কাফির গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাফি দাবি করেন, এটি একটি পরিকল্পিত হামলা। ঘটনাটির পর বুধবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে কাফি আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দায়ী করেন। তিনি প্রশাসনকে হুঁশিয়ার করে বলেন, আগামী সাত...
স্কুল থেকে ফেরা হলো না শিশু আছিয়ার, সড়কে ঝরলো ২ যুবকের প্রাণ
অনলাইন ডেস্ক
![স্কুল থেকে ফেরা হলো না শিশু আছিয়ার, সড়কে ঝরলো ২ যুবকের প্রাণ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739371950-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
নড়াইলে আলাদা সড়ক দুর্ঘটনায় একশিশু ও দুই তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) নড়াইল-কালিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরের দিকে সদর উপজেলার সার্কেলডাঙ্গা গ্রামে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুত গতির মোটরসাইকেল ধাক্কা দেয় আছিয়া (৭) নামে এক শিশুকে। এতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফারুক মোল্যার মেয়ে আছিয়া সার্কেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। এদিকে দুপুরে একই উপজেলার ফুলশ্বর এলাকায় বিপরীতমুখী দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেন্টু হাওলাদার (৩০) নামে এক নগদকর্মী ঘটনাস্থলে নিহত হন। সেন্টু তুলারামপুর গ্রামের হানিফ হাওলাদারের ছেলে। এ সময় তিনজন আহত হলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সাব্বির (১৯)...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর