নড়াইলে আলাদা সড়ক দুর্ঘটনায় একশিশু ও দুই তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) নড়াইল-কালিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ দুপুরের দিকে সদর উপজেলার সার্কেলডাঙ্গা গ্রামে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুত গতির মোটরসাইকেল ধাক্কা দেয় আছিয়া (৭) নামে এক শিশুকে। এতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফারুক মোল্যার মেয়ে আছিয়া সার্কেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। এদিকে দুপুরে একই উপজেলার ফুলশ্বর এলাকায় বিপরীতমুখী দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেন্টু হাওলাদার (৩০) নামে এক নগদকর্মী ঘটনাস্থলে নিহত হন। সেন্টু তুলারামপুর গ্রামের হানিফ হাওলাদারের ছেলে। এ সময় তিনজন আহত হলে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সাব্বির (১৯)...
স্কুল থেকে ফেরা হলো না শিশু আছিয়ার, সড়কে ঝরলো ২ যুবকের প্রাণ
অনলাইন ডেস্ক
![স্কুল থেকে ফেরা হলো না শিশু আছিয়ার, সড়কে ঝরলো ২ যুবকের প্রাণ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739371950-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
ফরিদপুরে গণিতে স্বর্ণপদক পেলেন দুই শিক্ষার্থী
ফরিদপুর প্রতিনিধি:
![ফরিদপুরে গণিতে স্বর্ণপদক পেলেন দুই শিক্ষার্থী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739371601-27c9fe73ecc74451c83c0aa37eb78f73.jpg?w=1920&q=100)
ফরিদপুরে গণিতে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পেয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের দুই কৃতি শিক্ষার্থী। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজের শতাব্দী ভবনের দ্বিতীয় তলায় শিক্ষক মিলনায়তনে ফাউন্ডেশনটির উদ্যোগে ও কলেজটির গণিত বিভাগের আয়োজনে ১২তম বারের মতো এই পদক প্রদান অনুষ্ঠিত হয়। পদক প্রাপ্তরা হলেন- বিএসসি (অনার্স) ২০২২ ব্যাচের মনিরা আক্তার এবং এমএসসি ২০২১ ব্যাচের খন্দকার ফখরুল আলম। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম ও ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ সময় দুই শিক্ষার্থীকে পৃথকভাবে এক ভরি ওজনের স্বর্ণের পদক এবং যথাক্রমে নগদ ১৫ হাজার ও ১০ হাজার টাকা তুলে দেন অতিথিরা। তাদের মেধার ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকরা নির্বাচিত...
কুমিল্লায় সাবেক এমপি বাহারসহ ২৬১ জনের নামে মামলা
নিজস্ব প্রতিবেদক
![কুমিল্লায় সাবেক এমপি বাহারসহ ২৬১ জনের নামে মামলা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739371505-73314c203bea11d1a44a66aea79fd064.jpg?w=1920&q=100)
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি-হামলার ঘটনায় সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ২৬১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) কোতোয়ালি মডেল থানায় কুমিল্লা মহানগর শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো. ইনজামুল হক রানা এই মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৩ আগস্ট কুমিল্লা নগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের পাশের সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের ওপর সাবেক এমপি বাহারের নির্দেশে কয়েকজন আসামির সরবরাহ করা অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এই হামলায় ছাত্র-জনতার কয়েকজন গুলিবিদ্ধ হন এবং অনেকেই গুরুতর আহত হন। মামলায় আলোচিত অন্য আসামিরা হচ্ছেন আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বকুল, সদর দক্ষিণ উপজেলা পরিষদের...
বুকফাটা আর্তনাদে মৃত বাংলাদেশি মাকে ভারতীয় মেয়ের শেষবিদায়
সাতক্ষীরা প্রতিনিধি
![বুকফাটা আর্তনাদে মৃত বাংলাদেশি মাকে ভারতীয় মেয়ের শেষবিদায়](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739369619-0eec91ebc13b9843f0e95aad08d9c447.jpg?w=1920&q=100)
বাংলাদেশ ভারত সীমান্তে চলছে উত্তেজনা। এর মধ্যেই সীমান্তে মানবিকতা দেখালো বিজিবি-বিএসএফ। তাদের সহায়তায় সাতক্ষীরার ভোমরা সীমান্তের জিরো লাইনে বাংলাদেশি মাকে শেষ বিদায় জানিয়েছেন ভারতে বসবাসরত তার মেয়ে। মৃত আসিয়া বেগম (৮০) সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবহাটা গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর স্ত্রী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ঘোজাডাঙ্গা জিরো লাইনে বাংলাদেশি মৃত মাকে শেষবিদায় জানিয়েছে ভারতে বসবাসরত মেয়ে। মৃত্যুর আগে আসিয়া বেগম ভারতে বসবাসরত তার মেয়ের কাছ থেকে শেষবিদায় নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। আসিয়া বেগম মেয়ে শরিফা বেগম ভারতের উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার হরিপুর গ্রামে স্বামী-সন্তান নিয়ে থাকেন। ৪ দশকেরও বেশি সময় আগে শরিফা বেগমের বিয়ে হয় ভারতে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর