রাজধানীর একটি আবাসিক হোটেলে লুকিয়ে ছিলেন আল আমিন সিকদার (৫০) নামে পটুয়াখালীর এক আওয়ামী লীগ নেতা। পরে সেখানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আ.লীগ নেতাসহ দুজনকে আটক করে পুলিশ। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) তাদের উভয়কে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ২টায় রাজধানীর গ্রিন রোডস্থ নাস আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। এরপর তাদের দুজনকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার এসআই মো. বেলাল উদ্দিন। গ্রেপ্তারকৃত আসামি আল আমিন সিকদার পটুয়াখালী পৌর আ.লীগের সিনিয়র সহ-সভাপতি। পেশায় ঠিকাদার বলে জানান তিনি নিজেই। এছাড়াও তিনি হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। অপর গ্রেপ্তারকৃত আসামির নাম সুব্রত সেন। তিনিও আ.লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা...
আবাসিক হোটেল থেকে ধরা খেলেন আ.লীগ নেতা
অনলাইন ডেস্ক
![আবাসিক হোটেল থেকে ধরা খেলেন আ.লীগ নেতা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739372016-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
ঘুরতে বেরিয়ে ধরা খেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
অনলাইন ডেস্ক
![ঘুরতে বেরিয়ে ধরা খেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739367597-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক লিপ্টন ইসলামকে আটক করা হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে টিএসসি এলাকা থেকে তাকে আটকের পর শাহবাগ থানায় সোপর্দ করা হয়। শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, এদিন বিকাল সাড়ে ৫টার দিকে টিএসসি এলাকা থেকে লিপ্টন ইসলামকে আটক করেন ঢাবির নাট্য সংসদের কিছু শিক্ষার্থী। পরবর্তীকালে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। যদিও লিপ্টনের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা বা তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে; সে বিষয়ে এখনো জানায়নি পুলিশ। উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ফ্যাসিস্ট আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর দেওয়া...
নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার নেতা লিপ্টন আটক
নিজস্ব প্রতিবেদক
![নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার নেতা লিপ্টন আটক](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739365161-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg?w=1920&q=100)
দেশজুড়ে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট চলছে। এরই মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে আটক করা হয়েছে। তার নাম লিপ্টন ইসলাম। লিপ্টন নিষিদ্ধ ছাত্রলীগের ঢাবি শাখার উপনাট্য ও বিতর্ক সম্পাদক ছিলেন। তাকে টিএসসি হতে ধরে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। news24bd.tv/আইএএম
ব্লেন্ডারে করে আনা ৩ কেজি স্বর্ণসহ সৌদি ফেরত যাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক
![ব্লেন্ডারে করে আনা ৩ কেজি স্বর্ণসহ সৌদি ফেরত যাত্রী আটক](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739342225-0b09c96d1846267900257e91c5e7d77f.gif?w=1920&q=100)
ব্লেন্ডারে করে আনা ৩ কেজি ২৮৯ গ্রাম স্বর্ণসহ এক সৌদি ফেরত যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দারা। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার সঙ্গে করে আনা তিনটি ব্লেন্ডার মেশিন তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ স্বর্ণ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা মো. মাসুদ করিম। তিনি বলেন, মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকায় সৌদি এয়ারলাইন্সের আগত যাত্রী হাবিবুর রহমানকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়। তার ব্যাগেজ সংগ্রহ করে তার কাছে কোনও স্বর্ণের বার বা কোনও স্বর্ণ আছে কিনা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে কাস্টমস গোয়েন্দা দল তার শরীর ও ব্যাগেজ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর