রাজধানী ঢাকা থেকে দুই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বিষয়টি রাত ৭টার দিকে ৪৬ পদাতিক ব্রিগেড এর ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ানের মোহাম্মদপুর আর্মি ক্যাম্প নিশ্চিত করেছে।
বুধবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগারগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলো তরুণ ও লিমন, যারা রাজধানীর আদাবর থানার ১০ নম্বর এলাকার ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।
মোহাম্মদপুর সেনা ক্যাম্প থেকে জানানো হয়েছে, কিছুদিন আগে আদাবর বালু মাঠে ছিনতাইয়ের সময় এক ব্যক্তির কব্জি কেটে ফেলার ঘটনায় এই দুই সন্ত্রাসী সম্পৃক্ত ছিল। ওই ঘটনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান সনাক্ত করে গ্রেপ্তার করা হয়।