শিক্ষক হিসেবে যোগদানের দাবিতে টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত হয়েও হাইকোর্টের আদেশে নিয়োগ স্থগিত হওয়া শিক্ষকরা। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে কাফনের কাপড় পরে অবস্থান নেন নিয়োগ প্রত্যাশীরা। এসময় তারা বলেন, তাদের নিয়োগ হয়েছিল ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী। একই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দুই ধাপের সুপারিশপ্রাপ্তরা প্রায় বছর খানেক আগে কর্মস্থলে যোগদান করলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তৃতীয় ধাপের সাড়ে ৬ হাজারের বেশি সুপারিশপ্রাপ্তদের নিয়োগ স্থগিত করা হয়। আন্দোলনকারীরা বলছেন, তাদের নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।...
অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচিতে নিয়োগ স্থগিত হওয়া শিক্ষকেরা
নিজস্ব প্রতিবেদক
'সংবিধান সংস্কারের বিষয়টি সরকার ও রাজনৈতিক দলের'
অনলাইন ডেস্ক
!['সংবিধান সংস্কারের বিষয়টি সরকার ও রাজনৈতিক দলের'](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739432537-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কি-না তা অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো ঠিক করবে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সংস্কারের বিষয়ে ঐক্যমত আছে। রাষ্ট্রধর্ম নিয়ে কমিশন সদস্যদের মধ্যে কোনো ঐক্যমত তৈরি না হওয়ায় বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্তে যাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ মালা গণমাধ্যমকে জানাতে কমিশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন- কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজসহ অন্যান্যরা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশন প্রধান বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কি-না তা ঠিক করবে এই সরকার এবং রাজনৈতিক দলগুলো। আরও...
আ. লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে ৩০০ প্রবাসীর চিঠি
নিজস্ব প্রতিবেদক
![আ. লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার কাছে ৩০০ প্রবাসীর চিঠি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739432530-e18bd31471ba5dc1a06ce1db9905b847.jpg?w=1920&q=100)
মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম জরুরি ভিত্তিতে নিষিদ্ধ করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়েছেন ৩০০ জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ইমেইলের মাধ্যমে তারা এই চিঠি পাঠান। চিঠিতে তারা উল্লেখ করেছেন যে, সরকার বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন, গণমাধ্যমের স্বাধীনতা হরণ, এবং বিরোধী দলগুলোর ওপর দমনপীড়নমূলক পদক্ষেপ গ্রহণ করছে, যা জাতীয় এবং আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী। তারা ড. ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যেন এই পরিস্থিতি নিয়ে মানবাধিকার রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নেন। এদিকে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবি নিয়ে বিভিন্ন মহলে আলোচনার ঝড় উঠেছে। দেশের...
জরিমানা প্রত্যাহারের দাবিতে সিএনজি চালকদের সড়ক অবরোধ
অনলাইন ডেস্ক
![জরিমানা প্রত্যাহারের দাবিতে সিএনজি চালকদের সড়ক অবরোধ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739431374-adde0659582207b24a371a293083bcd0.jpg?w=1920&q=100)
সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা ও জরিমানা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করেছে সিএনজিচালকরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শতাধিক সিএনজি অটোরিকশাচালক রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে টেকনিক্যাল কলেজ মোড় অবরোধ করে রাখেন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আযম জানান, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ১০০ থেকে ১০৫ জনের মতো সিএনজিচালক সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে টেকনিক্যাল মোড় অবরোধ করেন। এ সময় তারা বাধ্যতামূলকভাবে মিটারে যাত্রী নিয়ে চলাচলের বিরোধিতা করে স্লোগান দেন। তবে ১০টা ৫ মিনিটে সময় তারা সড়ক ছেড়ে দেন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি সিএনজি ও পেট্রোলচালিত অটোরিকশাকে মিটারে যাত্রী বহনের নির্দেশনা দিয়ে চিঠি ইস্যু করে বাংলাদেশ রোড...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর