ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আ. লীগ সরকারের পতন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশিদের চিকিৎসা ভিসা ব্যতীত অন্য প্রায় সব ধরনের ভিসা প্রদান স্থগিত রেখেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। এবার সেই চিকিৎসা ভিসা প্রদানও কমে এসেছে নাটকীয়ভাবে। ২০২৩ সালে মোট ২০ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ ভারত। এই ভিসার একটি বড় অংশই চিকিৎসা ভিসা। সরকারি তথ্য বলছে- ২০২৩ সালে প্রতি কার্যদিবসে ৫ থেকে ৭ হাজার বাংলাদেশিকে চিকিৎসা ভিসা দেওয়া হয়েছে। অপর দিকে ২০২৪ সালের আগস্টের পর থেকে প্রত্যেক কার্যদিবসে ভিসা দেওয়া হচ্ছে সর্বোচ্চ এক হাজার বাংলাদেশি নাগরিককে। অর্থাৎ চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা প্রদান এক পঞ্চমাংশেরও বেশি...
চিকিৎসার জন্য ভারতের বিকল্প পেয়ে গেছে বাংলাদেশিরা
অনলাইন ডেস্ক

গোলাপের বাগানে দুদকের হানা
নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে। বুধবার (১৯ মার্চ) দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, আব্দুস সোবহান গোলাপ সংসদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় ৯টি ফ্ল্যাট এবং বাড়ি ক্রয় করেছেন, যেগুলোর মূল্য বাংলাদেশি মুদ্রায় ৩২ কোটি টাকা। মামলার এজাহারে বলা হয়েছে, গোলাপ ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার এবং স্বার্থসংশ্লিষ্ট ৫১টি ব্যাংক হিসাবে ৯৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। এদিকে, গত ১৯ জানুয়ারি, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাবেক সংসদ সদস্য...
খালেদা জিয়া উপহার দেওয়ায় ১২ বছর পরিত্যক্ত রাখা হয়েছিল অ্যাম্বুলেন্সটি
অনলাইন ডেস্ক

২০০৩ সালে শিক্ষার্থীদের জরুরি চিকিৎসা সেবার জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) একটি অ্যাম্বুলেন্স উপহার হিসেবে দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। খালেদ জিয়া উপহার দেওয়ায় অ্যাম্বুলেন্সটি গত ১২ বছর ধরে অচল ছিল। এতদিন পর পুনরায় সচল হয়েছে অ্যাম্বুলেন্সটি। এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হলেও ২০১৫ সালে যান্ত্রিক ত্রুটির কারণে এটি পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের উদ্যোগে এটি মেরামত করে পুনরায় চালু করা হয়েছে। ২০০৩ সালে অ্যাম্বুলেন্সটি পবিপ্রবির চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ২০১৫ সালে যান্ত্রিক ত্রুটির পর এটি আর মেরামত করা হয়নি। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এটি ক্যাম্পাসের এক কোণে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। ২০২০ সালের ৩ নভেম্বর প্রশাসনের সিদ্ধান্তে এটি...
ধর্ষণ ও নির্যাতনে আইনগত সুরক্ষা নিয়ে বিশেষ আয়োজন
প্রেস বিজ্ঞপ্তি

ধর্ষণ আইন সংস্কার জোটের আয়োজনে ধর্ষণ ও নির্যাতন আইনগত সুরক্ষায় করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানীর প্রেসক্লাবে আয়োজনটি অনুষ্ঠিত হয়। আয়োজনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং নারী অধিকার কর্মীরা। ধর্ষণের মামলার যথাযথ নিষ্পত্তির জন্য পুলিশ, প্রশাসন এবং আইনজীবীদের সমন্বয় এবং শাস্তির নির্দেশনার সুপারিশ করেন তারা। আরও পড়ুন বিলম্বে কমলাপুর ছাড়ছে ট্রেন ১৯ মার্চ, ২০২৫ ধর্ষণের মামলায় প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে নিরপেক্ষ বিচার পরিচালনার উপরে জোর দিয়ে বক্তারা বলেন- বিচারক স্বাধীনভাবে কাজ করতে পারলে আইনের মৌলিক ধারাগুলো ব্যবহারের মাধ্যমেও সুষ্ঠুভাবে বিচার করা যায়। news24bd.tv/কেএইচআর...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর