শেরপুরে ধানের চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করায় হাবিবুর রহমান লেমন তালুকদার (৩৪) নামে এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানী ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লেমন। নিহত লেমন শেরপুর পৌর শহরের দিঘারপাড় মহল্লার ধানচাল ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তিনি বাবার রাইস মিলের ব্যবসায় জড়িত ছিলেন। শনিবার রাতে লেমনের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে দিঘারপাড় মহল্লায় হাবিবুর রহমান লেমনদের মালিকানাধীন ধানের চাতালে ক্রিকেট খেলতে যায় কয়েকজন যুবক। এসময় লেমন তাদের চাতালে ক্রিকেট খেলতে নিষেধ করলে স্থানীয় ফজু মিয়া, তার তিন ছেলে নাজমুল ইসলাম বাবু,...
শেরপুরে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ
শেরপুর প্রতিনিধি
![শেরপুরে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে যুবককে হত্যার অভিযোগ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739640576-cd0d165e9302c73978d21d8cbf01c48a.jpg?w=1920&q=100)
ভুট্টাক্ষেতে পড়ে ছিল রক্তমাখা লাঠি-দড়ি-মুঠোফোন
অনলাইন ডেস্ক
![ভুট্টাক্ষেতে পড়ে ছিল রক্তমাখা লাঠি-দড়ি-মুঠোফোন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739637527-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভুট্টাক্ষেত থেকে রক্তমাখা লাঠি-দড়ি, বোতল ভর্তি পেট্রোল, মুঠোফোনসহ সিম উদ্ধার করেছে পুলিশ। যদিও এ ঘটনায় কোনো মরদেহ উদ্ধার করা হয়নি। আলামত দেখে পুলিশ ধারণা করছে- এগুলো কোনো হত্যাকাণ্ডের আলামত। শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার কাটলা ইউনিয়নের পলিখিয়ার মামুদপুর ফুলডাঙ্গা মাঠে এসব আলামত পাওয়া যায়। কাটলা ইউনিয়নের খিয়ার মামুদপুর পাঠানচড়া (ফুলডাঙ্গা) এলাকায় আঞ্চলিক সড়কের উত্তর পাশে একটি ভুট্টাক্ষেতের অদূরে কাজ করতে যান স্থানীয় কয়েক ব্যক্তি। তারা সেখানে বেশকিছু ভুট্টার গাছ ভাঙা অবস্থায় দেখতে পেয়ে কাছে গিয়ে রক্তমাখা বাঁশের লাঠি, সিমসহ একটি মুঠোফোন দেখতে পান। পাশেই রক্তমাখা একটি দড়ি ও দুই বোতল পেট্রলও পাওয়া যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে দুপুরে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক...
টাঙ্গাইলে শহীদ আবু সাঈদ ও মারুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি
![টাঙ্গাইলে শহীদ আবু সাঈদ ও মারুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739637377-8d9ff92410d16e76d040f124238e519b.jpg?w=1920&q=100)
টাঙ্গাইলের বাসাইলে শহীদ আবু সাঈদ ও মারুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ধনবাড়ী ফুটবল একাডেমি দল সখিপুর সানবান্দা স্পোর্টিং ক্লাব দল কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাসাইল উপজেলার দাপনাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো: হামিদুল হক মোহন। এসময় হামিদুল হক মোহন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত ১৫ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে। ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। এ আন্দোলনে আবু সাঈদ ও মারুফের মত অসংখ্য ছাত্র-জনতা জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের এই আত্মত্যাগ আমরা কখনো ভুলবো না। তিনি...
হবিগঞ্জ সীমান্তে দুই ভারতীয়সহ আটক ৩
অনলাইন ডেস্ক
![হবিগঞ্জ সীমান্তে দুই ভারতীয়সহ আটক ৩](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739636556-e06d061a77a7bde916b8a91163029d41.jpg?w=1920&q=100)
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত থেকে ভারতীয়সহ তিনজনকে আটক করেছে বিজিবি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার কালেঙ্গা এলাকার রিজার্ভ টিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতে আমরা সর্বদা তৎপর। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটকরা হলেন, ভারতের আগরতলা থানার যোগেন্দ্রনগর গ্রামের নেপাল দাসের ছেলে সুমন দাস (৪১) ও ধনেশ দাসের ছেলে শম্ভু দাস (৪১)। অপরজন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আমির (৩০)। news24bd.tv/এআর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর