নানান কারণে আলোচিত-সমালোচিত নাম ডা. সাবরিনা হুসেন (মিষ্টি)। তিনি এবার যুক্ত হয়েছেন রাজনীতিতে। সম্প্রতি জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এ যোগ দেন ডা. সাবরিনা। সংগঠনটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তাকে জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। বুধবার এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন তিনি। রাজনীতিতে যুক্ত হওয়ার কারণ সম্পর্কে ডা. সাবরিনা বলেন, আমার দাদি খালেদা রব্বানি ১৯৭৮ সাল থেকে চারবার এমপি ছিলেন । আমার চাচা রেজা হোসেন দিনাজপুর-১ আসনে বিএনপির দলীয় এমপি ছিলেন। সেই ধারাবাহিকতায় আমার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া। সাবরিনা বলেন, এর আগে আমি সরকারি চাকরি করতাম যে কারণে রাজনীতি করার সুযোগ ছিল না। এখন আমি কিছু কাজ করছি একটা প্ল্যাটফর্ম খুঁজছি মানুষের জন্য, কাজ করার জন্য। তাই জিসাসে যুক্ত হয়েছি। বিগত সরকারের...
রাজনীতিতে নাম লেখালেন ডা. সাবরিনা
অনলাইন ডেস্ক
![রাজনীতিতে নাম লেখালেন ডা. সাবরিনা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739432729-5612da6bf047a7b00ebbf7b916f29844.gif?w=1920&q=100)
ভালোবাসা দিবসে প্রিয়জনকে খুশি করার সেরা ১০ উপহার
![ভালোবাসা দিবসে প্রিয়জনকে খুশি করার সেরা ১০ উপহার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739428876-3ae22f34163a4ba764ed993f1e951c0d.jpg?w=1920&q=100)
ভালোবাসা দিবসকে ঘিরে সবার মধ্যে অন্যরকম আনন্দ কাজ করে। দিনটি স্মরণীয় করে রাখতে অর্থবহ উপহারের গুরুত্ব অনেক। সঠিক উপহার শুধু প্রিয়জনকে আনন্দই দেয় না, বরং সম্পর্কের গভীরতাও প্রকাশ করে। পছন্দ, প্রয়োজন ও আবেগের সমন্বয়ে কিছু চমৎকার উপহার দেওয়া যেতে পারে, যা দীর্ঘদিন মনে থাকবে। নিচে এমন ১০টি উপহার তুলে ধরা হলো- সুগন্ধি: একটি ভালো পারফিউম শুধু সুন্দর সুবাসই ছড়ায় না, বরং এটি আত্মবিশ্বাস বাড়ায় এবং ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে। প্রতিবার ব্যবহারের সময় এটি প্রিয়জনকে আপনাকে মনে করিয়ে দেবে। ভালোবাসা ও ঘনিষ্ঠতার নিদর্শন হিসেবে সুগন্ধি হতে পারে নিঃসন্দেহে সেরা উপহার। ঘড়ি: ঘড়ি শুধু সময় দেখার যন্ত্র নয়, এটি স্মৃতি ও মূল্যবোধের প্রতীক। প্রিয়জনের জন্য এটি একটি আদর্শ উপহার, যা প্রতিদিন ব্যবহার করা যায়। ঘড়ি উপহার দেওয়া মানে সময়ের মূল্য বোঝানো এবং...
মাউশি ও নায়েম মহাপরিচালককে প্রত্যাহারের দাবি
অনলাইন ডেস্ক
![মাউশি ও নায়েম মহাপরিচালককে প্রত্যাহারের দাবি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739374316-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. এহতেশাম উল হক ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক ড. জুলফিকার হায়দারকে প্রত্যাহারের দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ঘোষিত সকল কর্মসূচির সঙ্গে একাত্মতা ও সর্বাত্মক সহযোগিতা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) আওয়ামী স্বৈরাচারী দোসর অধ্যাপক এহতেশাম উল হককে মহাপরিচালক এবং ড. মো. জুলফিকার হায়দারকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীতে (নায়েম) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ উভয় নিয়োগ আদেশ বাতিলের জন্যে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট শুরু থেকেই মাউশি ভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আজ বুধবারও মাউশি ভবন ঘেরাও করে কঠোর কর্মসূচি ঘোষণার আল্টিমেটাম দিয়েছে। এ ছাড়াও...
"আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এক্স স্টুডেন্টস প্রিমিয়ার লিগ" ফাইনাল ১৪ ফেব্রুয়ারি
অনলাইন ডেস্ক
!["আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এক্স স্টুডেন্টস প্রিমিয়ার লিগ" ফাইনাল ১৪ ফেব্রুয়ারি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739349588-1dc5fbf00a014f9bd44cfc35eca5cb0c.jpg?w=1920&q=100)
নারায়ণগঞ্জের আদর্শ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ক্রীড়া সংগঠন আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এক্স স্টুডেন্ট স্পোর্টস কমিউনিটি-এর উদ্যোগে আয়োজিত আদর্শ স্কুল নারায়ণগঞ্জ এক্স স্টুডেন্টস প্রিমিয়ার লিগ সিজন ১ ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় চিত্তরঞ্জন খেলার মাঠ, সিদ্ধিরগঞ্জে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদর্শ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ শাহরিয়ার হোসেন বিদ্যুৎ এবং সাফ গেমস বিজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের গোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি উপভোগ করতে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে সকল প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, সম্মানিত শিক্ষক-শিক্ষিকারা ও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর