টাঙ্গাইলের যমুনা সেতু মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে ৯ নং ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার পাইকড়া ইউনিয়নের পাইকড়া খানপাড়া গ্রামের মৃত রবি খানের ছেলে শামীম খান (৪৯) এবং ঢাকার দক্ষিণ মানন্দা এলাকার ইউনুসের ছেলে মামুন (৪৪)। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে দুই আরোহী যমুনা সেতু পূর্বের দিকে যাচ্ছিল। পথিমধ্যে আনালিয়াবাড়ী এলাকার ৯ নং ব্রিজের কাছে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা...
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা সেতু মহাসড়কে ঝরলো ২ প্রাণ
টাঙ্গাইল প্রতিনিধি
![মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা সেতু মহাসড়কে ঝরলো ২ প্রাণ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739450176-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহার, দুদকের অভিযান
বাগেরহাট প্রতিনিধি
![সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহার, দুদকের অভিযান](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739449423-38575a665693a62016a7d5ba480906ec.jpg?w=1920&q=100)
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের কলাবাড়িয়ার পোলঘাট থেকে আদর্শ গ্রাম পর্যন্ত এক কিলোমিটার সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শুভ এন্টারপ্রাইজের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা দুদকের উপ-পরিচালক মো. মোশারফ হোসেনের অভিযানকালে বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাগেরহাট জেলা দুদকের উপ-পরিচালক মো. মোশারফ হোসেন জানান, সড়ক পরির্দশনকালে নির্মাণ কাজে ব্যবহৃত ইটের খোয়াসহ বিভিন্ন উপকরণের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনার গুনগত মান নিরূপণের জন্য বাগেরহাট সড়ক ও জনপদের ল্যাবে পাঠানো হবে। সেখান থেকে পাওয়া তথ্যের বিভিত্তে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাগেরহাট এলজিইডির নির্বাহী...
‘ম্যাডাম আমার বইগুলো যত্নে রাখবেন, আমি আবার আসব’
নিজস্ব প্রতিবেদক
![‘ম্যাডাম আমার বইগুলো যত্নে রাখবেন, আমি আবার আসব’](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739447385-1c91a358cb1023f46b019bb3f5b4baed.jpg?w=1920&q=100)
ম্যাডাম আমার বইগুলো ব্যাগের ভেতরেই আছে। একটু যত্ন করে রাখবেন। আমি আবার ক্লাসে আসব। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া চতুর্থ শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার (১০) এভাবেই কথাগুলো বলছিল তার প্রধান শিক্ষককে। কিছুদিন আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস বিদ্যুৎস্পৃষ্ট মরিয়মকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেখতে গেলে এসব কথা বলে শিশুটি। ২২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় মরিয়মের মৃত্যু হয়। গত ২২ জানুয়ারি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মরিয়ম আক্তার ও রাফসি আহসান (১০)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরিয়মের শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানান চিকিৎসকেরা। অপর আহত তৃতীয়...
চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট: গ্রেপ্তার ৬
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
![চুয়াডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট: গ্রেপ্তার ৬](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739446191-d314621282b1f56d456d3c630d636c0a.jpg?w=1920&q=100)
দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার দ্বীননাথপুর গ্রামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আবির হাসান (১৯), আলমডাঙ্গা উপজেলার আঁইলহাস ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন (৫৫) ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমান (৫০), দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী নাসিরুল ইসলাম (২৭), জীবননগর উপজেলাপর কেডিকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি জহির হক (৪১) এবং দর্শনা থানার দর্শনা পৌর এলাকার ৫ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি সোহেল রানা (৩৫)। চুয়াডাঙ্গা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর