গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) অফ-ট্রান্সমিশন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের কারণে মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৮টা থেকে বুধবার (২ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা দেশের তিনটি জেলার বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড। তিতাস গ্যাসের ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় জয়দেবপুর, টঙ্গী, চন্দ্রা, কোনাবাড়ী, আশুলিয়া, সাভার, ধামরাই, মানিকগঞ্জ এবং সংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহে স্বল্পচাপের সমস্যা দেখা দিতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।...
২৪ ঘণ্টা গ্যাস স্বল্পচাপ থাকবে তিন জেলায়
অনলাইন ডেস্ক

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-শিশুসহ নিহত ৩
অনলাইন ডেস্ক

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে প্রাইভেটকার, ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তা ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের আক্তারুজ্জামান শোভন (ব্যাংক কর্মকর্তা), আল ইমরান এবং ১০ বছর বয়সী শিশু জুবায়ের হাসান। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকার প্রথমে ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়, এরপর মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে আক্তারুজ্জামান শোভন মারা যান। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আল ইমরান ও জুবায়ের হাসান মারা যান। এ ঘটনায়...
টাঙ্গাইলে ঈদ উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় এবং গ্রামীণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে ঈদ আনন্দকে আর একটু বাড়িয়ে নিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে গ্রামীণ হাড়ি ভাঙা, বালিশ খেলা, সাইকেল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্থানীয়সহ আশপাশের গ্রামের হাজারো মানুষের ঢল নামে। এ সময় মিলনমেলায় পরিণত হয় জায়গাটি। সোমবার (৩১ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৮৩ বছর ধরে ঈদুল ফিতরের প্রথম দিনে দ্যাইনা ঘোড়দৌড় কমিটি দ্যাইনা সরকার প্রাথমিক বিদ্যালয়ে এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও গ্রামীণ বিভিন্ন খেলার প্রতিযোগিতা এবং মেলার আয়োজন করে আসছে। প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিলো ঘোড়দৌড়। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। কানায় কানায় পূর্ণ হয়ে উঠে স্কুল মাঠ। ঘোড়দৌড় ছাড়াও গ্রামীণ হাড়ি ভাঙা প্রতিযোগিতা...
যশোরে ঈদের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
যশোর প্রতিনিধি

যশোরে ঈদের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অলিদ নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আজ সোমবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার পাগলাদহে এই ঘটনা ঘটে। নিহত অলিদ ওই এলাকার হৃদয় হোসেনের ছেলে। আহত আপন ও স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে পাগলাদহের বিরামপুর ব্রিজের উপর আপন, রাশেদুল ও শামীম বাজি ফোটাচ্ছিলো। এসময় সেখান দিয়ে যাচ্ছিলো অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদী। তারা দাবি করে বাজি তাদের গায়ে পড়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এসময় অলিদসহ অন্যরা আপন, রাশেদুল ও শামীমকে মারপিট ও ছুরিকাঘাত করে। খবর পেয়ে আপনের পিতা রিপন আলী সেখানে গেলে তাকেও ছুরি মেরে আহত করে। আরও পড়ুন চুরির অপবাদে শ্রমিকদল নেতাকে অমানবিক নির্যাতন করে হত্যা ৩১ মার্চ, ২০২৫ এসময় স্থানীয়রা আহত আপন, তার পিতা রিপন আলী, শামীম,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর