খুলনা-২ আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন, তার ভাই শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল এবং বাগেরহাট-২ আসনের সাবেক এমপি শেখ তন্ময়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় অভিযোগে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও বিভিন্ন নির্বাচনী এলাকার এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি...
শেখ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক

এক নিশিকে শায়েস্তা করতে হারুন-নাজমুলকে নিয়ে শাওনের যতকাণ্ড
অনলাইন ডেস্ক

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি নিশি ইসলাম (৩০) নামে এক নারীকে বিয়ে করেন। বিয়েটি ছিল গোপেন। শাওন জানতে পেরে তার বাবার জীবন থেকে নিশিকে সরাতে প্রয়োগ করেন সর্বশক্তি। এই কাজে তিনি সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, এডিসি নাজমুল ইসলামসহ পুলিশের শক্তি ব্যবহার করেন। গত ওই বছরের ৪ মার্চ শাওন, তার বোন শিঞ্জন, সেঁজুতি, শিঞ্জনের স্বামী সাব্বির ও পুলিশের এডিসি নাজমুল ইসলাম ভুক্তভোগী নিশির বাড়িতে যান। সাদা কাগজে সই করতে চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে সৎ মা নিশিকে ভারী বস্তু দিয়ে বেধড়ক মারধর করেন শাওন। সম্প্রতি এ ঘটনায় ভুক্তভোগী নিশি ইসলামের দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহার সূত্রে এসব তথ্য জানা যায়। আরও পড়ুন হানিমুন শেষে স্যালুট দিয়ে স্বামীকে বিদায় ২৪ এপ্রিল, ২০২৫ এজাহারে বলা হয়, বাবার...
অস্ত্র জমা না দেওয়ায় পলকের বিরুদ্ধে মামলা

নাটোর-৩ আসনের সাবেক এমপি ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) পলকের নিজ এলাকা সিংড়া থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট পর্যন্ত প্রদান করা সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্রগুলো সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশ দেয় অন্তর্বর্তী সরকার। কিন্তু সরকারের বেঁধে দেওয়া সময় পার হলেও পলকের হেফাজতে থাকা একটি পিস্তল ও একটি শর্টগান থানায় জমা দেওয়া হয়নি। এ কারণে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়েছে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক মামলাটি নথিভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন।...
বিজিবির সাবেক ডিজি সাফিনুল ও স্ত্রীর ৫৬ ব্যাংক হিসাব জব্দ
অনলাইন ডেস্ক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) সাফিনুল ইসলাম ও তাঁর স্ত্রী সোমা ইসলামের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে জানানো হয়, সাফিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। জব্দ হওয়া হিসাবগুলোর মধ্যে সঞ্চয়পত্র, স্থায়ী আমানত এবং ক্রেডিট কার্ড হিসাব অন্তর্ভুক্ত রয়েছে। দুদকের পক্ষ থেকে এসব হিসাব তল্লাশি ও বিশ্লেষণের মাধ্যমে সম্পদের উৎস শনাক্ত করার কাজ চলছে বলে জানা গেছে। news24bd.tv/DHL
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর