শেখ আব্দুল রহমান আল হুদাইফিকে মদিনার পবিত্র মসজিদে নববীর প্রধান ইমাম হিসেবে নিযুক্ত করেছে সৌদি আরব। অপরদিকে এই মসজিদের কোরআন তেলাওয়াত প্রোগ্রামের সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা হয়েছে শেখ ইব্রাহিম আল-আকবারকে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) পবিত্র কাবা ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের বরাতে দুই পবিত্র মসজিদ বিষয়ক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এই তথ্য জানিয়েছে। শেখ আব্দুল রহমান আল হুদাইফি সৌদির নাগরিক এবং তিনি সুমধুর কোরআন তেলাওয়াতের জন্য বিখ্যাত। এছাড়া মদিনায় কোরআন ছাপানোর দায়িত্বে থাকা কমিটির অন্যতম সদস্যও তিনি। শেখ আব্দুল রহমান ১৯৪৭ সালের ২২ মে জন্মগ্রহণ করেন। তিনি তার গ্রামেই প্রাথমিক শিক্ষা লাভ করেন। শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল-হুদাইফির তত্ত্বাবধানে তিনি কোরআন হেফজ বা মুখস্ত করেন। এরপর ১৯৭৫ সালের দিকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।...
শেখ আব্দুল রহমান আল হুদাইফি হলেন মসজিদে নববীর প্রধান
অনলাইন ডেস্ক
![শেখ আব্দুল রহমান আল হুদাইফি হলেন মসজিদে নববীর প্রধান](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739641377-a4a2c22c85451e94294fac2ec87c48c2.jpg?w=1920&q=100)
আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি
অনলাইন ডেস্ক
![আরব আমিরাতে ‘রেড অ্যালার্ট’ জারি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739636036-e491abf500d4f0720a666aa4d384cc3c.jpg?w=1920&q=100)
সংযুক্ত আরব আমিরাতে ঘন কুয়াশার কারণে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গাড়িচালকদের জন্য রেড অ্যালার্ট জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র। সতর্ক করা হয়েছে, উপকূলীয় এবং অভ্যন্তরীণ কিছু অঞ্চলে কুয়াশা আরও বাড়তে পারে। কুয়াশার সময় দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে আবুধাবি পুলিশ এক্সে এক পোস্টে মোটর চালকদের সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। ইলেকট্রনিক তথ্য বোর্ডে প্রদর্শিত পরিবর্তনশীল গতি সীমা অনুসরণ করার জন্য চালকদের অনুরোধ করা হচ্ছে। সাধারণত সংযুক্ত আরব আমিরাত সপ্তাহের শেষ দিকে শীতল আবহাওয়ার আশা করে। কারণ শনিবার তাপমাত্রা ধীরে ধীরে কমবে বলে মনে করা হচ্ছে। উপকূলীয় এবং উত্তরাঞ্চলে আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে। বিশেষ করে রাতের বেলায়। তাপমাত্রা আরো কমতে পারে বলে এনসিএম তার পূর্বাভাসে জানিয়েছে। শনিবার তাপমাত্রা কমার সম্ভাবনা থাকলেও...
মিয়ানমার জান্তা প্রধানসহ ২৫ জনের বিরুদ্ধে আর্জেন্টিনায় গ্রেপ্তারি পরোয়ানা
অনলাইন ডেস্ক
![মিয়ানমার জান্তা প্রধানসহ ২৫ জনের বিরুদ্ধে আর্জেন্টিনায় গ্রেপ্তারি পরোয়ানা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739635728-639d5983095bd7f8500f27bef15ba89e.jpg?w=1920&q=100)
মিয়ানমারের জান্তা বাহিনীর প্রধান কমান্ডার সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং, সাবেক প্রেসিডেন্ট তিন কিয়াও ও গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিসহ ২৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আর্জেন্টিনার একটি আদালত। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যায় জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মিয়ানমারের বর্তমান জান্তা প্রধান মিন অং হ্লাইং, সাবেক প্রেসিডেন্ট তিন কিয়াও ও গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ছাড়া আরও ২২ সামরিক কর্মকর্তার নাম পরোয়ানার তালিকায় রাখা করা হয়েছে। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিন অং হ্লাইং মিয়ানমারের সামরিক জান্তার নেতৃত্বে রয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, নিজ দেশে রোহিঙ্গারা বর্ণবাদী আচরণের শিকার হয়ে আসছে। বাংলাদেশের...
রাতেই সব জিম্মিকে না ছাড়লে নরকে পরিণত হবে গাজা: ট্রাম্প
অনলাইন ডেস্ক
![রাতেই সব জিম্মিকে না ছাড়লে নরকে পরিণত হবে গাজা: ট্রাম্প](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739635356-fceb988da15565014de8ff7783320296.jpg?w=1920&q=100)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন। তিনি হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীকে সতর্ক করে দিয়ে বলেন, যদি রাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দেওয়া হয়, তবে গাজাকে নরকে পরিণত করা হবে। তবে, হামাস ও ইসলামিক জিহাদ শনিবার সকালে দখলদার ইসরায়েলের তিন জিম্মিকে মুক্তি দেয়। এর পরেই ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথে একটি পোস্ট করেন, যেখানে তিনি ইসরায়েলকে দেওয়া আলটিমেটামের বিষয়টি উল্লেখ করে বলেন, আজ রাতের সিদ্ধান্ত ইসরায়েল যেভাবে নেবে, যুক্তরাষ্ট্র সেটি সমর্থন করবে। ট্রাম্প তার পোস্টে আরও লেখেন, মুক্তি পাওয়া তিন জিম্মির অবস্থা দেখে মনে হচ্ছে তারা ভালো আছেন। এখন ইসরায়েলকে সিদ্ধান্ত নিতে হবে, তারা আলটিমেটামের ব্যাপারে কী পদক্ষেপ নেবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর