সাতক্ষীরায় নর্দান ইউনিভার্সিটি চেয়ারম্যানের সেবামূলক প্রতিষ্ঠান লাইফ এন্ড হোপ ফ্রি হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ে জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা প্রধান অতিথি থেকে এই হোপ ফ্রী হেলথ কেয়ারের উদ্বোধন করেন। নর্দান ইউনিভার্সিটি (খুলনা) সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা: আবুল কালাম আজাদ বাবলা, লাইফ অ্যান্ড হেলথ কেয়ারের চেয়ারম্যান নুরজাহান আব্দুল্লাহ। নর্দান ইউনিভার্সিটি খুলনার সায়েন্স ডিপার্টমেন্টের ডিন মো. রবিউল ইসলাম, জামায়াতে ইসলামীর সাতক্ষীরা শহর শাখার আমির মোঃ জাহিদুল ইসলাম, সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের অধ্যক্ষ পবিত্র মোহন দাস, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ...
সাতক্ষীরায় লাইফ এন্ড হোপ ফ্রি হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন
মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা প্রতিনিধি
![সাতক্ষীরায় লাইফ এন্ড হোপ ফ্রি হেলথ কেয়ার সেন্টারের উদ্বোধন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739630165-9371882dcce45ee625a0ce0ba5d0b81d.jpg?w=1920&q=100)
অবশেষে অনুমতি পেলো মধুপুরে স্থগিত হওয়া লালন স্মরণোৎসব
টাঙ্গাইল প্রতিনিধি
![অবশেষে অনুমতি পেলো মধুপুরে স্থগিত হওয়া লালন স্মরণোৎসব](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739628418-76998f05bc1c34fc98f6c37fafc43cd1.jpg?w=1920&q=100)
হেফাজতে ইসলাম ও কওমী ওলামা পরিষদের নেতাকর্মীদের আপত্তির মুখে স্থগিত হওয়া টাঙ্গাইলের মধুপুরে লালন স্মরণোৎসবের তারিখ অবশেষে সমঝোতার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানটি আগামী রোববার (২৩ ফেব্রুয়ারি) মধুপুর অডিটোরিয়ামে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমঝোতা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ১২ ফেব্রুয়ারি মধুপুর বাসস্ট্যান্ডে লালন স্মরণোৎসব হওয়ার কথা ছিলো। হেফাজতে ইসলাম ও কওমী ওলামা পরিষদের আপত্তির মুখে অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করে আয়োজক কমিটি। জানা যায়, লালন সাঁইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় মধুপুর লালন সংঘের আয়োজনে লালন স্মরণোৎসব-২০২৫ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এতে প্রধান অতিথি হিসেবে মধুপুর উপজেলা...
বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা
![বিমানবন্দরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739628044-426ab7a7bbc1776acba094657c8a024d.jpg?w=1920&q=100)
চাঁদপুরের শাহরাস্তি পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। জুয়েল শাহরাস্তি পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির মৃত নজিবুল হক চৌধুরীর ছেলে। ২০২২ সালের নভেম্বরে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। বিগত সময়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক থাকাকালীন তার বিরুদ্ধে ডাকাতিয়া নদীর বালি উত্তোলন ও উন্নয়নমূলক প্রকল্পে টেন্ডার সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না: আজহারি
অনলাইন ডেস্ক
![আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না: আজহারি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/15/1739627972-2b4e0b332dabc2e853cea8ed36b47de5.jpg?w=1920&q=100)
এ দেশের আসল পরিচয় হলো ইসলাম। যারা ইসলামের কথা বলে, যারা কুরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমবিদ্বেষী হবেন না। তাহলে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে লাখো জনতার উদ্দেশে জনপ্রিয় ইসলামী স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলাম ছাড়া আমরা অন্য কিছু মানি না, মানব না। ইসলামবিরোধী কোনো মতবাদ মানব না। ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে মাটির নিচে পুঁতে রাখতে চায়, ওরা জানে না ইসলামের ধর্ম কী। ইসলাম চারা বীজের মতো, ইসলামকে জমিনে গেড়ে দিলে শাখা-প্রশাখার মতো আসমানের দিকে উঠে যায়। ড. মিজানুর রহমান আজহারি মঞ্চে এসে উপস্থিত হলে আয়োজক কমিটি আল ইসলাম ট্রাস্ট, বিএনপি এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর